টরন্টো, ২৮ মে- টরন্টোর বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন কানাডা-বাংলদেশ চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নাজমুল হোসেন মনা ওরফে কিং হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরিফ রহমান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, নিজেকে দেউলিয়াঘোষণার তথ্য গোপন সহ ৯টি অভিযোগের প্রেক্ষিতে গত রোববার (১৩ মে ২০১৮) বোর্ড অব ডাইরেক্টর্সদের এক জরুরী সভায় কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতির পদসহ সংগঠনের সকল পদ থেকে সৈয়দ নাজমুল হোসেন মনাকে বহিষ্কারের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী মাঈনুল খানকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়েছে। বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী সাবেক সকল সদস্য/সদস্যাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠনকে সঠিক, বলিষ্ট, জবাবদিহিতা মুলুক ভাবে পরিচালনা করার জন্য, সকল সদস্য সদস্যাদের ভোটের মাধ্যমে নুতন পরিচালনা পরিষদ গঠনের উদ্দেশে আগামী, আগামী ৮ই জুলাই মারখামস্থ Pukht Restaurant (323 Denison Street)-এ সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানটি কেবল মাত্র সদস্যদের জন্য। উক্ত বার্ষিক সাধারণ সভায় পরিচালক মণ্ডলী নির্বাচন করা হবে।  সদস্যপদ সংগ্রহের সর্বশেষ তারিখ ২৪ জুন ২০১৮  মেম্বারশীপ কার্ড প্রদান ৩০ জুন ২০১৮  নোমিনেশন জমা দেয়ার তারিখ ৩০ জুন ২০১৮  নোমিনেশন প্রত্যাহারের তারিখ ২ জুলাই ২০১৮ বিস্তারিত তথ্যের জন্য কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুল আলম খান (416-823-7533) অথবা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরিফ রহমান (416-356-3204) এর সাথে যোগাযাগ করার অনুরোধ জানানো হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2slyUHR
May 29, 2018 at 06:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top