লর্ডস, ২৭ মে- লর্ডস টেস্টে ইংল্যান্ডকে নিজেদের মাটিতে চারদিনেই ধরাশায়ী করল পাকিস্তান। সিরিজের প্রথম টেস্ট ৯ উইকেটের বড় ব্যবধানে দাপটের সঙ্গেই জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল পাকিস্তান। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানি বোলারদের তোপে মাত্র ১৮৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। পাকিস্তানের প্রথম ইনিংস থামে ৩৬৩ রানে। ১৭৯ রানের বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর পাকিস্তানকে আর আটকাতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ২৪২ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও প্রথম ইনিংসে পিছিয়ে থাকার কারণে সফরকারীদের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি ইংল্যান্ড। চতুর্থ দিনে পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৬৪ রান। দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে আজহার আলীকে ফেরান জেমস অ্যান্ডারসন। এরপর হারিস সোহেল ৩৯ আর ইমাম-উল-হকের অপরাজিত ১৮ রানেই জয় এনে দেয় পাকিস্তানের। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ১ জুন থেকে ৫ জুন। সূত্র: বাংলা্দেশ প্রতিদিন আর/১৭:১৪/২৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xgi6Yy
May 28, 2018 at 01:05AM
27 May 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top