কলকাতা, ০৭ মে- মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন মুকুল রায়কে। কোচবিহারের নির্বাচনী জনসভায় এমনই দাবি করেলেন খোদ মুকুল রায়। তিনি বলেন, মমতা তাঁকে ভয় পান বলেই মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। তাঁকে খুন করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন মুকুল রায়। রবিবার কোচবিহারের পুণ্ডিবাড়িতে মুকুল রায় সরব হন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এদিন পুলিশ সুপারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুকুল রায়। পুলিশের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, পঞ্চায়েত ভোট কোনওরকমে তৃণমূলকে পার করে দিতে পারবেন আপনারা। কিন্তু লোকসভা ভোটে কী পারবেন তৃণমূলকে পার করতে! মনে রাখবেন, আর ছ-মাস আপনাদের আয়ু। তারপর জাতীয় নির্বাচন কমিশন এই বিষয়গুলি দেখবেন। মুকুলের অভিযোগ, তৃণমূলের ক্রীতদাস হয়ে কাজ করে গণতন্ত্রের বুকে কালিমা লেপন করছেন আপনারা। সেই দাগ আপনারা তুলতে পারবেন না। আসন্ন লোকসভা ভোটেই জবাব পেয়ে যাবে তৃণমূল, জবাব পাবেন আপনারাও। আরও পড়ুন: নববধূর ঝুলন্ত লাশ, হাতে লেখা আমার ডায়েরিটা দেখুন! মনে রাখবেন, আপনাদের হাতে বাঁশিও থাকবে না, আর বাঁশরিও বাজবে না। এখন থেকে তাই সাবধান করে দিয়ে গেলাম। মুকুলের আরও অভিযোগ, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপাররা ফোন করে হুমকি দিচ্ছে। বিরোধী প্রার্থীদের হুমকি দিয়ে ভয় দেখিয়ে এখন পার পেয়ে যাচ্ছেন। কিন্তু এই দাসত্ব কতদিন চলবে। এ প্রসঙ্গে তিনি বলেন, একদিন আগেই তো গীতালদহে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে আক্রান্ত হয়েছে পুলিশ। এখন শুরু মার খাচ্ছে, এর পরে কী হবে, সেটাও ভাবুন। সূত্র: ওয়ান ইন্ডিয়া আর/১২:১৪/০৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rpt88x
May 07, 2018 at 07:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top