টরন্টো, ২৯ মে- মানবজাতি ও বিশ্বের সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে রোববার ২৭ মে অনুষ্ঠিত হলে কানাডায় অবস্থানরত ফেনীবাসীদের বার্ষিক ইফতার। টরন্টোর বাঙালী অধ্যুষিত ৩৪৫৪ ডেনফোর্থ এভিনিউস্থ একটি স্থানীয় রেষ্টুরেন্টে এ ইফতারের আয়োজন করা হয়। এতে টরন্টো ও এর আশে-পাশে বিভিন্ন শহর থেকে বেশ কিছু সংখ্যক ফেনীবাসী অংশগ্রহণ করেন। প্রথমবারের মতো আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে একে অপরের সাথে সাক্ষাত হওয়ার সুযোগ পায়। রয়েল লিপেজের সেল্স রিপ্রেজেন্টেটিভ শাহনাজ সিদ্দিকা বলেন, আমরা ভাগ্যবান যে ইফতারের উছিলায় একত্রিত হবার সুযোগ ঘটেছে, এভাবে সকল মানুষের জীবনে সৃষ্টিকর্তার আশীর্বাদ আর সৌভাগ্য আসুক। ইফতার অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন খোরশেদ খান। অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ প্রদান করেন ইমাম উদ্দিন। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ভাসাভিস নাহিদস কালেকশন এর নাহিদ, মহিউদ্দিন স্বপন, মামুন হাজারী, আজিম উদ্দিন আহমেদ, জসিম উদ্দিন, শহিদ উল্লাহ ও মফিজুল হক প্রমুখ। ইফতার অনুষ্ঠানের উল্লেখযোগ্য বিষয় ছিল শিশু কিশোরদের অংশগ্রহন। ইফতারে অংশ নিয়ে সকলেই মানবজাতি ও বিশ্বের সমৃদ্ধি কামনা করেন। মোনাজাতে বলা হয় সমৃদ্ধ পৃথিবী আর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যেবদ্ধ হওয়ার চেতনাই ইফতারের মূল বিষয়। উল্লেখ্য, এখন থেকে প্রতিবছর ফেনীবাসীরা টরন্টোয় ইফতারের আয়োজন করবে বলে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়। এছাড়া আগামী ৫ আগষ্ট ফেনীবাসীদের এবারের পিকনিক অনুষ্ঠিত হবে। এতে কানাডায় বসবাসরত ফেনীবাসীদের সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়। আর/১০:১৪/২৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2kwMG6Q
May 30, 2018 at 04:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top