টরন্টো, ১০ এপ্রিল- আসছে ২২ অক্টোবর ২০১৮ এ অনুষ্ঠিতব্য টরন্টো সিটির নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন কানাডা প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ব্যারিস্টার এএসএম তোফাজ্জল হক। পরিবারের সদস্যদের নিয়ে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য টরন্টোর সিটি হলে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। গত ৭ মে তাঁর ফেসবুক পেইজে মনোনয়নপত্র জমা দেওয়ার ছবি পোস্ট করে সেখানে উল্লেখ করেন, Its official! I am running for Toronto City Mayor. I am ready to serve Toronto. I need your support. Please pray for me. Kind regards Barrister Tofazzel Haque. এই ফেসবুক পোস্টের কমেন্ট-এ তাঁর অসংখ্য শুভাকাঙ্ক্ষী তাঁকে শুভেচ্ছা জানান। এরপর গত ৮ মে সন্ধ্যায় টরন্টোর ড্যানফোর্থের মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত এক তাৎক্ষণিক সভায় ব্যারিস্টার তোফাজ্জল তাঁর মেয়র নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। এই সভায় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাঁরা তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। বক্তারা ব্যারিস্টার তোফাজ্জলের এমন পদক্ষেপকে সাধুবাদ জানান। তাঁরা বাংলাদেশি কমিউনিটির সকলকে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তবে অনেকেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিকে ব্যারিস্টার তোফাজ্জলের জন্য চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন। এর কারণ হিসেবে উল্লেখ করেন, যেহেতু মেয়র নির্বাচন পুরো টরন্টো সিটি কেন্দ্রিক এবং সেখানে বাংলাদেশি কমিউনিটির বাইরে অন্যান্য কমিউনিটি ও সংস্কৃতির মানুষ রয়েছেন, তাঁদের কাছেও ব্যারিস্টার তোফাজ্জলের গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। সভায় উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী মনির ইসলাম, ব্যারিস্টার জয়ন্ত কে সিনহা, সিবিএন-এর উপদেষ্টা ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ, আলবিয়ন-এর কর্ণধার জামাল হোসেন এবং ফরিদা হক, সিবিএন-এর উপদেষ্টা ও রিয়েল এস্টেট ব্যবসায়ী বিটু হক, এবাদ চৌধুরী, ইঞ্জিনিয়ার নওশের আলী, দেশে বিদেশে সম্পাদক নজরুল মিন্টো, নবদ্বীপ নিউজ সম্পাদক এম এইচ মামুন, টরন্টো সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মহসিন ভূঁইয়া, সনি মীর, স্কুল বোর্ডের ট্রাস্টি পদপ্রার্থী ফেরদৌস বারি সহ আরও অনেকে। ব্যারিস্টার তোফাজ্জল তাঁর শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান। সভা সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ফাইজুল করিম। সূত্র: সিবিএন২৪ আর/১০:১৪/১০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2I6B6hg
May 11, 2018 at 04:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top