তামাক, অ্যালকোহল চেয়ে শরীরে কম ক্ষতি করে মাদক

লন্ডন, ১৩ মার্চঃ  বিশ্বে সাতজন প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন তামাক সেবন ও  পাঁচজনের মধ্যে একজন অত্যাধিক মদ্যপান করেন। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় এবং ইংল্যান্ডের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের করা গবেষণায়।  এছাড়াও গবেষকরা জানিয়েছে,  নিষিদ্ধ মাদকের (ক্যানাবিস, ওপিওয়েড, গাঁজা ইত্যাদি) চেয়ে তামাক ও অ্যালকোহল শরীরে বেশি ক্ষতি করে। ২০১৫ সালে একটি সমীক্ষা ভিত্তিতেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা।  তাঁরা দাবি করেছেন, যাঁরা মদ ও তামাক সেবন করেন পরবর্তীকালে তাদের শারীরিক ব্যাধির কারণে যে  অর্থ খরচ করতে হয়েছে, তার তুলনায় মাদক সেবনকারীদের কম খরচ করতে হয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rJNTMr

May 13, 2018 at 05:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top