দুয়ারে কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। হাতে সময় বাকি নেই খুব বেশি দিন। বিশ্বের সবচেয়ে বড় ফুটবলযজ্ঞ সামনে রেখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দল ঘোষণা করেছে। আজ মঙ্গলবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন দলটির কোচ তিতে।
২০১৪ সালের বিশ্বকাপ আয়োজন হয়েছিল ব্রাজিলেই। স্বাগতিক দলটির আক্ষেপ হয়েই থাকল টুর্নামেন্টটি। সেমিফাইনালের ম্যাচে ওই আসরের চ্যাম্পিয়ন জার্মানির কাছে ৭-১ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল তিতের শিষ্যদের। নিজের দেশের টুর্নামেন্টে বাকি সময়টা দর্শক হয়েই কাটাতে হয় ব্রাজিলকে।
এবারের বিশ্বকাপে সাফল্যে আশাবাদী ব্রাজিল কোচ। দলের সেরা তারকা নেইমার ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন প্রায় তিন মাস। তবে বিশ্বকাপের আগেই পুরোপুরি সুস্থ হয়ে নতুন উদ্যমে মাঠে নামতে পারবেন ব্রাজিলের এই সবচেয়ে বড় তারকা। তবে নেইমার ফিরে আসার খবরে ব্রাজিল শিবির স্বস্তি ফেললেও দুঃসংবাদও আছে। গত সপ্তাহে ডিফেন্ডার দানি আলভেজ হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ফলে তাঁকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছেন কোচ তিতে।
বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াড :
অ্যালিসন, এডারসন ও ক্যাসিও (গোলরক্ষক)।
মার্সেলো, দানিলো, ফিলিপ লুইস, ফ্যাগনার, মারকুইনহোস, থিয়াগো সিলভা, মিরান্ডা ও পেদ্রো গেরোমেল (ডিফেন্ডার)।
ক্যাসিমেরো, উইলিয়ান, ফের্নান্দিনহো, পাউলিনহো, ফিলিপ কুতিনহো, রেনাতো অগাস্তো, ফ্রেড ও ডগলাস কস্তা (মিডফিল্ডার)।
নেইমার ডি সিলভা, গ্যাব্রিয়েল জেসুস, টাইসন ও রবার্তো ফিরমিনো (ফরোয়ার্ড)।
২০১৪ সালের বিশ্বকাপ আয়োজন হয়েছিল ব্রাজিলেই। স্বাগতিক দলটির আক্ষেপ হয়েই থাকল টুর্নামেন্টটি। সেমিফাইনালের ম্যাচে ওই আসরের চ্যাম্পিয়ন জার্মানির কাছে ৭-১ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল তিতের শিষ্যদের। নিজের দেশের টুর্নামেন্টে বাকি সময়টা দর্শক হয়েই কাটাতে হয় ব্রাজিলকে।
এবারের বিশ্বকাপে সাফল্যে আশাবাদী ব্রাজিল কোচ। দলের সেরা তারকা নেইমার ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন প্রায় তিন মাস। তবে বিশ্বকাপের আগেই পুরোপুরি সুস্থ হয়ে নতুন উদ্যমে মাঠে নামতে পারবেন ব্রাজিলের এই সবচেয়ে বড় তারকা। তবে নেইমার ফিরে আসার খবরে ব্রাজিল শিবির স্বস্তি ফেললেও দুঃসংবাদও আছে। গত সপ্তাহে ডিফেন্ডার দানি আলভেজ হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ফলে তাঁকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছেন কোচ তিতে।
বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াড :
অ্যালিসন, এডারসন ও ক্যাসিও (গোলরক্ষক)।
মার্সেলো, দানিলো, ফিলিপ লুইস, ফ্যাগনার, মারকুইনহোস, থিয়াগো সিলভা, মিরান্ডা ও পেদ্রো গেরোমেল (ডিফেন্ডার)।
ক্যাসিমেরো, উইলিয়ান, ফের্নান্দিনহো, পাউলিনহো, ফিলিপ কুতিনহো, রেনাতো অগাস্তো, ফ্রেড ও ডগলাস কস্তা (মিডফিল্ডার)।
নেইমার ডি সিলভা, গ্যাব্রিয়েল জেসুস, টাইসন ও রবার্তো ফিরমিনো (ফরোয়ার্ড)।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সূত্রঃ এনটিভি অনলাইন/
from Chapainawabganjnews https://ift.tt/2jZeOj0
May 15, 2018 at 02:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন