মুম্বই, ৬ মেঃ এক ইন্টেরিয়র ডিজাইনারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা এফআইআরে নাম জড়ালো জাতীয় স্তরের অন্যতম সংবাদ মাধ্যমের প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীর। শনিবার সকালে আলিবাগের বাংলোয় আত্মহত্যা করেন অনভয় নায়েক। তিনি অর্নবের নিউজ চ্যানেল রিপাবলিক টিভির অফিসে ইন্টিরিয়র ডিজাইন করেছিলেন। কিন্তু অনভয়কে তাঁর প্রাপ্য টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই কারণেই তিনি আত্মহত্যা করেন বলে দাবি জানিয়ে তাঁর স্ত্রী পুলিশে অভিযোগ দায়ের করেছেন। রায়গড়ের পুলিশ সুপার সঞ্জয় পাতিল এই খবরের সত্যতা স্বীকার করেছেন।
অর্নব গোস্বামী, আইকাস্টএক্স(IcastX)-এর ফিরোজ শেখ এবং স্মার্টওয়ার্কস-এর নীতেশ সারদার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়েছে। অনভয় একটি সুইসাইড নোটে এই তিনজনের নাম লিখে গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযোগ খারিজ করেছে রিপাবলিক টিভি। তাদের দাবি, আত্মঘাতী ইন্টিরিয়র ডেকরেটরের সব পাওনা মিটিয়ে দেওয়া হয়েছিল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JYEzLl
May 06, 2018 at 01:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন