মুম্বই, ১৯ মেঃ লিঙ্গ পরিবর্তন করে ২০১৬ সালে রামনিক শর্মাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী ববি ডার্লিং। তবে সেই সুখের বিয়ে ছিল ক্ষণস্থায়ী। ২০১৭ সালে ববি তাঁর স্বামী রামনিকের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও পণের দাবিতে অত্যাচারের অভিযোগ করেন। এরপরই ববির স্বামীকে গ্রেফতার করা হয়। আদালতে জামিনের আবেদন করেছিল রামনিক। কিন্তু তার জামিন নাকচ করে তিহার জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ১১ মে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
ববি জানান, বিয়ের একবছরের মধ্যেই ববির ওপর নানভাবে অত্যাচার শুরু করে রামনিক। অভিযোগ, ভোপালে একটি ফ্ল্যাটে বন্দি রাখা হয়েছিল ববিকে। সেখান থেকে কোনোক্রমে পালিয়ে আসেন তিনি।
তবে এখন রামনিকের যা অবস্থা, তার জন্য মানসিক শান্তি পেয়েছেন ‘কেয়া কুল হ্যায় হাম’-খ্যাত এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, তাঁর টাকা-গয়না সবকিছু উদ্ধারের চেষ্টা করছেন তিনি। পুরো বিষয়টি ববির আইনজীবীর তত্ত্বাবধানে রয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rTrYlZ
May 19, 2018 at 02:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন