দেরিতে চলেছে ৩০ শতাংশ ট্রেন

নয়াদিল্লি, ৪ মেঃ সরকারি সূত্রে প্রকাশ, চলতি অর্থবর্ষে দেরিতে চলেছে প্রায় ৩০ শতাংশ ট্রেন। সময়ের দিক থেকে শেষ ৩ বছরের মধ্যে এ বছরই সবচেয়ে পিছিয়ে ভারতীয় রেল।

২০১৭-র এপ্রিল থেকে ২০১৮-র মার্চ পর্যন্ত মেল ও এক্সপ্রেস ট্রেনের সময়ানুবর্তিতা ছিল ৭১.৩৯ শতাংশ, অথচ ঠিক আগের বছরই এই শতাংশ ছিল ৭৬.৬৯ শতাংশ। তার আগে ২০১৫-২০১৬-য় ৭৭.৪৪ শতাংশ ট্রেন ঠিক সময়ে চলে। রেল আধিকারিকরা জানিয়েছেন, রেলের নিরাপত্তা বাড়াতে যে কাজ শুরু হয়েছে তার জেরেই দেরিতে চলছে ট্রেন।

রেলের দাবি, এর ফলে কমেছে দুর্ঘটনার সংখ্যা। এবার চেষ্টা চলছে নিরাপত্তার সঙ্গে কোনও সমঝোতা না করেই ট্রেন যাতে সঠিক সময়ে চলে তা দেখার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wbAEIQ

May 04, 2018 at 04:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top