হায়দরাবাদ, ৭ মেঃ সানরাইজার্সের কাছে পাঁচ রানে হেরে এবারের আইপিএলে ট্রফি জয়ের স্বপ্ন প্রায় শেষ হয়ে গেল বিরাটবাহিনীর। সোমবার রাজীব গান্ধি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে বোলিং নেয় ব্যাঙ্গালোর। তবে শুরুটা এদিন ভালো হয়নি হায়দরাবাদের। তৃতীয় ওভারেই দলের ১৫ রানে প্রথম উইকেট হারায় সানরাইজার্স। হ্যালসকে ডাাগ-আউটে ফেরত পাঠান টিম সাউদি৷ ১৩ রানে ধাওয়ানকে আউট করেন মহম্মদ সিরাজ৷ এরপর দলের হয়ে কিছুটা হাল ধরেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও শাকিব আল হাসান। ৩৯ বলে ৫৬ রান করেন কেন। ৫টি চার ও দুটি ছক্কার সাহায্যে তাঁর ইনিংসটি সাজান ছিল। ৩২ বলে ৩৫ রান করেন সাকিব। এরপর আর কেউই তেমন রান পাননি। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান করে হায়দরাবাদ। জবাবে ব্যাট করেত নেম ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রানেই থেমে যায় আরসিবির ইনিংস। অধিনায়ক বিরাট দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৩৯ রান করেন। শেষ ওভারে জয়ের জন্য ১২ রান দরকার ছিল বিরাটদের৷ কিন্তু ভুবনেশ্বর কুমারের ওভারে তা তুলতে ব্যর্থ হন গ্র্যান্ডহোম-মনদীপ৷ মাত্র ৭ রান করতে পারে তাঁরা৷
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K54Rvn
May 08, 2018 at 12:44AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন