গণভোটে গর্ভপাতকে স্বীকৃতি দিল আয়ারল্যান্ড

ডাবলিন, ২৭ মেঃ বুথফেরত সমীক্ষায় আগেই আন্দাজ করে নেওয়া হয়েছিল যে গর্ভপাতে স্বীকৃতি চায় আয়ারল্যান্ড। রবিবার গণভোটের চূড়ান্ত ফলাফলেও তার কোনো ব্যতিক্রম হয়নি। গর্ভপাতকে স্বীকৃতি দেওয়ার পক্ষে রায় দিয়েছেন আয়ারল্যান্ডের  প্রায় ৭.২৩ লক্ষ মানুষ। যা দেশের প্রায় ৬৯ শতাংশ।

প্রায় ছয় বছর আগের কথা। ৩১ বছরের ভারতীয় বংশোদ্ভূত সবিতা হলপ্পনবরের গর্ভেই নষ্ট হয়েছিল ১৭ সপ্তাহের সন্তান। আইরিশ প্রশাসনের কাছে গর্ভপাতের অনুমতি চেয়েছিলেন তিনি কিন্তু তার অনুমতি পাননি।  কারণ আয়ারল্যান্ডে গর্ভপাত–বিরোধী আইন খুব কড়া। গর্ভপাত করালে ১৪ বছর জেলও হতে পারে সেখানে। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যান সবিতা। ২০১২ সালের এই মর্মান্তিক ঘটনার পরই গর্ভপাতেকে সম্মতি দিতে জোড় সওয়াল শুরু হয়। এদিন মানুষের রায়কে রায়কে স্বাগত জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী লিও বরদকর। তিনি  নিজেই সংবিধান সংশোধনের পক্ষে প্রচার চালিয়েছিলেন।

ছবিঃ ডাবলিনে শ্রদ্ধা সবিতা হলপ্পনবরকে (সংগৃহীত)



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sh0ypz

May 27, 2018 at 06:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top