ঢাকা, ১১ মে- মালয়েশিয়ায় মঞ্চ মাতাবেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। আর সাথে থাকছেন দুই বাংলার জনপ্রিয় চিত্র নায়ক ফেরদৌস। আগামী ১৩ মে রোববার ফেলডা মোবাইলের আয়োজনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কালচারাল কমপ্লেক্সে এই জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ফেলমা নাইট` এর আয়োজন করা হয়েছে। জানা গেছে, ফেলডা মোবাইলের অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্র নায়ক ফেরদৌস ও নায়িকা অপু বিশ্বাস অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন। এছাড়া সাথে থাকছে স্থানীয় প্রবাসী শিল্পীরা। ফেলডা মোবাইল প্রবাসীদের সুবিধার্থে নতুন নতুন প্যাকেজ নিয়ে আসছে বাজারে। আর এই প্যাকেজ কিনলেই উপভোগ করতে পারবে ফেলমা নাইট। আরও পড়ুন:অপু বিশ্বাসের নিজেকে ফিরে পাওয়ার মিশন ফেলডা মোবাইলের সিইও সাব্বির চৌধুরী বলেন, প্রবাসে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। আশা করি প্রবাসী বাংলাদেশিরা আমাদের এই আয়োজন উপভোগ করবেন। এ সময় তিনি আরও বলেন, প্রবাসীদের সুবিধার্থে ভিসা কার্ড ও ইন্স্যুরেন্স ব্যবস্থা চালু করতে যাচ্ছি। সূত্র: একুশে টিভি এমএ/ ০৯:৩৩/ ১১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IbuZE1
May 12, 2018 at 03:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top