রাজকুমার রায়ের রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের দাবি, প্রতিবাদ সভা ও মিছিল শিক্ষক সমিতির

রায়গঞ্জ, ৩১ মেঃ রায়গঞ্জ শহর জুড়ে বৃহস্পতিবার প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের রহস্যমৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির তরফে প্রতিবাদ সভা ও মিছিল করা হল। এদিন রাজ্যের ২২ টি জেলা থেকে প্রায় ৪ হাজার শিক্ষক-শিক্ষিকা-অশিক্ষক কর্মী এই কেন্দ্রীয় প্রতিবাদ সভা ও মিছিলে শামিল হন। একইসঙ্গে জেলা শাসকের কাছে সমিতির তরফে ৭ দফা দাবিপত্র তুলে ধরা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমিতির রাজ্য সভাপতি তথা মুর্শিদাবাদের সিপিএমের সংসদ মহন্মদ বদরুজ্জা খান ও সাধারণ সম্পাদক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য সহ রাজ্যের বিভিন্ন জেলার জেলা নেতৃত্ব। এদিনের প্রতিবাদ সভার দাবিগুলি হল – রাজকুমার রায়ের মৃত্যুতে সিবিআই-এর হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, রাজকুমার রায়ের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া, তাঁর স্ত্রীকে উপযুক্ত চাকরি দেওয়া, শিক্ষক-শিক্ষকা ও শিক্ষাকর্মীর নামে সমস্ত মামলা প্রত্যাহার ও বাড়ি বাড়ি গিয়ে অযথা হয়রানি বন্ধ করা, নির্বাচন কাজে প্রতিটি বুথে কর্মরত পোলিং অফিসারদের পূর্ণ নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট জেলা রিটার্নিং অফিসারকে নিতে হবে। সংগঠনের রাজ্য সভাপতি বদরুজ্জা খান বলেন, ‘শিক্ষক রাজকুমার রায়ের রহস্যজনক মৃত্যুর তদন্ত সিবিআইকে করতে হবে। রাজ্যের পুলিশ প্রশাসন শাসক দলের নির্দেশ মত তাঁর মৃত্যুকে ধামাচাপা দিতে চাইছে। শিক্ষকদের গ্রেফতার করা হচ্ছে করাণ তাদের অপরাধ রাজকুমার রায়ের মৃত্যুর তদন্তের দাবি জানিয়ে রাস্তায় নেমেছিলেন। কিন্তু পুলিশ প্রশাসনকে মনে রাখতে হবে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের গ্রেফতার করা হলে আন্দোলন আরও জোড়ালো হবে।’

সংবাদদাতাঃ বিশ্বজিত্ৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LbSsGf

May 31, 2018 at 08:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top