ঢাকা, ০৪ মে- গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরগরম ছিল বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে করা একটি খবরে। সেখানে বলা হয়েছিল আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য জমা দেয়া সরকারী অনুমতিপত্রের ২২ জনের তালিকায় নেই মাশরাফির নাম। এমন খবরে দেশের ক্রিকেট ভক্তদের হতাশা আর ক্ষোভ জন্মানোরই কথা। তবে ওই ২২ জনের তালিকায় কেনো নেই মাশরাফি তার কারণ জানালো বিসিবি। বিদেশে সব সফরের আগেই গভর্নমেন্ট অর্ডার(জিও) বা সরকারী অনুমতিপত্রের প্রয়োজন পড়ে। স্বাভাবিকভাবে এবারও নিতে হবে অনুমতি। ওয়েস্ট ইন্ডিজ সফরের ম্যাচগুলো এবার শুধু ওয়েস্ট ইন্ডিজেই নয় সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। আরও পড়ুন : কোহলির চেয়ে বড় ছক্কা মারি, খাওয়া কেন কমাব : শাহজাদের প্রশ্ন ঝামেলার প্রধান কারণ, বিসিবির ২২ জনের দেয়া তালিকার উপরে লেখা ছিল ওয়ানডে-টেস্ট-টি২০ দল। কিন্তু এটি ছিল শুধুই টি-টোয়েন্টি দল। তাছাড়া মাশরাফি অবসর নিয়েছেন টি-টোয়েন্টি ফরমেট থেকে। আজ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী স্বীকার করেন এটি নিজেদের ভুল বোঝাবুঝিতেই হয়েছে। তিনি বলেন, আমরা মূলত ২২ জনের টি-টোয়েন্টি দলের তালিকা পাঠিয়েছিলাম। কেননা দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। সেখানকার ভিসা পাওয়াও জটিল। তাই আগেই অনুমতিপত্রের আবেদন করা হয়েছে। পরবর্তিতে টেস্ট ও ওয়ানডে দলের তালিকা সহ মোট ৩৭ জনের তালিকা পাঠাবো। ইতোমধ্যে তালিকা তৈরি করা হয়েছে। সূত্র : আরটিভি অনলাইন আর/১২:১৪/০৪ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HOx3Sj
May 04, 2018 at 06:44AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন