পচা মাংসের হদিশ শিলিগুড়িতেও

শিলিগুড়ি, ২ মেঃ কলকাতা ও পার্শবর্তী এলাকায় যখন ভাগাড়ের মাংস পাচার কাণ্ডে তোলপাড়। তখন রাজ্যের দক্ষিণ থেকে উত্তরেও মিলল তার হদিশ। বুধবার শিলিগুড়ি পুরনিগমের তরফে এমনই এক অভিযান চালানো হয়। শিলিগুড়ি ৩ নম্বর বোরো কমিটির উদ্যোগে শিলিগুড়ি টাউন স্টেশনের বাজারে হানা দেন পুকর্মীরা, সেখানে বেশ কয়েকটি দোকান থেকে উদ্ধার হয় পচা মাংস। পুরকর্মীরা জানিয়েছেন, এই মাংসগুলো গত তিন-চারদিন ধরে বরফে চাপা দিয়ে রাখা ছিল। এগুলো এখান থেকে বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহ করা হত। পুরকর্মীরা এই পচা মাংসগুলো সংগ্রহ করে মাটিতে পুঁতে দেয়। যারা এই কারবারের সঙ্গে যুক্ত, সেইসব ব্যসায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এক পুরকর্মী। আজ রাজ্য সরকারের ছুটি থাকায় আগামীকাল এদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলে জানানো হয়েছে পুসভার তরফে।

তথ্য ও ছবিঃ ভাস্কর বাগচী

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2I4BE6f

May 02, 2018 at 04:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top