নয়াদিল্লি, ১৪ মেঃ ১৯৮৮ সালের রাস্তায় এক ব্যক্তিকে মারধর করার মামলায় নভজ্যোত সিংহ সিধুকে শুধুমাত্র জরিমানা করেই ছেড়ে দিল সুপ্রিমকোর্ট। প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেসের পঞ্জাব সরকারের মন্ত্রী সিধুকে ওই মামলায় স্বজ্ঞানে ৬৫ বছর বয়সি এক ব্যক্তিকে জখম করায় দোষী সাব্যস্ত করেছে সর্বোচ্চ আদালতের বেঞ্চ। কিন্তু বিচারপতি জে চেলামেশ্বর ও বিচারপতি সঞ্জয় কিষাণ কাউলকে নিয়ে গঠিত বেঞ্চ তাঁকে কঠোর সাজা দেয়নি।
বেঞ্চ বলেছে, ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রথম অভিযুক্ত সিধু। কোনো সাজা না হলেও ১০০০ টাকা জরিমানা দিতে হবে তাঁকে। দ্বিতীয় অভিযুক্ত রুপিন্দর সিংহ সান্ধুকে অব্যাহতি দেওয়া হল।
১৯৮৮-র ২৭ ডিসেম্বর পাটিয়ালার রাস্তায় বাকবিতন্ডার জেরে গুরনাম সিংহ নামে ওই ব্যক্তিকে আঘাত করেছিলেন তিনি। হাসপাতালে রক্তক্ষরণে মৃত্যু হয় তাঁর।
নিম্ন আদালতে সিধুকে খালাস করলেও পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ২০০৬ সালে তাঁকে অনিচ্ছাকৃত হত্যায় দোষী ঘোষণা করে। তিন বছর কারাবাস হয় তাঁর। সেই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন সিধু। এর জেরেই আজকের এই শুনানি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ImRx4Q
May 15, 2018 at 02:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন