নয়াদিল্লি, ১১ মেঃ উন্নাও গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জড়িত থাকার দাবি নিশ্চিত করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এমনকি প্রথমে ঘটনার তদন্তে থাকা উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে সিবিআই। সিবিআইয়ের তরফে সেঙ্গারের ভূমিকা ধর্ষণকাণ্ডে নিশ্চিত করার পরই, নির্যাতিতা ও তাঁর কাকা বিধায়কের মৃত্যুদণ্ডের দাবি তুলেছেন। নির্যাতিতার দাবি, তাঁকে ধর্ষণ ও তাঁর বাবাকে হত্যা করার চক্রান্তে সামিল থাকার জন্য সেঙ্গারের একমাত্র শাস্তি ফাঁসি।
২০১৭ সালে ৪ জুন চাকরি দেওয়ার নাম করে মেয়েটিকে নিজের বাড়িতে ডেকে আনেন বিজেপি বিধায়ক। সেদিনই তাঁকে ধর্ষণ করা হয়। এই ঘটনার পর মেয়েটি পুলিশে অভিযোগ দায়ের করলেও, কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এরপর গত ৮ এপ্রিল যোগী আদিত্যনাথের বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা। যোগী সরকার মামলাটি সিবিআইকে হস্তান্তর করে। শুধু ধর্ষণ নয়, সেঙ্গারের বিরুদ্ধে নির্যাতিতার বাবাকে পুলিশ হেপাজতে থাকা কালে চক্রান্ত করে হত্যা করার অভিযোগও রয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IzhZMa
May 11, 2018 at 02:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন