ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া এখন কলকাতায়। ঢাকা থেকে কলকাতা যাওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে তার গাওয়া গান পটাকাসহ নানা বিষয় নিয়ে কথা হয়। পটাকা শিরোনামের গানটি এরইমধ্যে আলোচনা-সমালোচনায় চলে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও গানটিকে ঘিরে বেশকিছু পোস্ট দেখা যাচ্ছে। পটাকা লিখেছেন রাকিব হাসান রাহুল। সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। ইউটিউবে লাইকের চেয়ে ডিসলাইক বেশি গানটির। মূলত এ নিয়েই ফারিয়া এখন টক অব দ্য শোবিজ। এই সমালোচনা কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, ডিসলাইক কারা দিচ্ছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমার গানটি লাখ লাখ মানুষ দেখেছে এবং এখনো দেখছে। একজন শিল্পী হিসেবে আমি যা করেছি, তা শ্রোতাদের জন্যই করা। তবে খারাপ লাগার জায়গা হলো, নেতিবাচক কথার পাশাপাশি গানটি নিয়ে অনেক ভালো প্রতিক্রিয়া এলেও সেগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে। যেমন অনেক শিল্পী আমার গান প্রকাশের পর শুভেচ্ছা জানিয়েছেন। তা কোথাও কেউ বলছে না। তাছাড়া আজকাল হ্যাক করেও ডিসলাইকের সংখ্যা বাড়ানো সম্ভব। তাই আমি এ বিষয়টি নিয়ে ভাবছি না। তাহলে কি তার শত্রুপক্ষের কেউ এটা করছে বলে মনে করেন ফারিয়া? এর জবাবে এই অভিনেত্রী বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য আর করতে চাই না। ব্যক্তিগতভাবে অনেক কিছু মাথায় রেখেই গানটি করেছি। কাউকে আঘাত করা বা বিতর্ক ছড়াবে, এমন কোনো সুযোগ রাখিনি ওতে। খুবই সাধারণভাবে গানটি গাওয়ার চেষ্টা করেছি, নেচেছি ও বিনোদন দেয়ার চেষ্টা করেছি। আমাকে কষ্ট দিয়েছে যে, ঠিক আছে খারাপ করতেই পারি, কিন্তু ভালো-মন্দের উপযুক্ত ব্যাখ্যাটা তো করা উচিত। আরও পড়ুন: বিয়ে-ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন হ্যাপি গানটি আসলে কি বিষয় নিয়ে করা, এমন প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, গানটিতে খুবই সাধারণভাবে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেছি। তুমি আমার হৃদয় ভেঙে দেয়ার পরও আমি গুটিয়ে যাইনি। এটাই তো পটাকার মানে। এর বাইরে কাউকে উসকানি তো দিইনি। এ গানটি তো আমি একা বানাইনি, সম্ভবও নয়। এটা খুবই সাধারণ একটি গান, ক্লাসিক্যাল গান নয়। তাছাড়া আমি নিজে পেশাদার সংগীতশিল্পীও নই। আমি শুধু কাজটিকে একটু ভিন্নভাবে দর্শক-শ্রোতার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম। এর বেশি কিছু না। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৯:০০/ ৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HUgzfE
May 07, 2018 at 07:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top