বর্তমান সময়ে ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়দের তালিকায় শীর্ষে রয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন পর্যন্ত ফুটবল ইতিহাসে যত ভাল খেলোয়াড়ের আবির্ভাব ঘটেছে, মেসি তাদের মধ্যে অন্যতম। মাঠের যেকোনো প্রতিপক্ষের জন্যই হুমকি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার এই তারকা। যে কোনো দলকে যে কোনো সময় ধরাশায়ী করতে পারেন তিনি। চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্ম ছিল তার। যদিও চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ন্যাক্কারজনক পরাজয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে হয়েছিল তার দলকে, তবে এরই মধ্যে কাতালান ক্লাবটিকে এনে দিয়েছেন কোপা দেল রে ও লা লিগা শিরোপা। ফুটবল ক্যারিয়ারে এরই মধ্যে পাঁচবার ব্যালন ডিঅরসহ নানা অ্যাওয়ার্ড ঘরে তুলেছেন আর্জেন্টাইন এই ফুটবল যাদুকর। তবে চলতি মৌসুমের দুর্দান্ত ফর্ম সত্ত্বেও চ্যাম্পিয়নস লিগ থেকে তার দল বার্সেলোনা আগে ভাগে ছিটকে পড়ায় এবারও ব্যালন ডিঅর অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে মেসির। আসুন জেনে নিই যে পাঁচ কারণে এবার ব্যালন ডিঅর ফসকে যেতে পারে আর্জেন্টাইন তারকার মেসির। রোনালদো-মেসি যুগের অবসান গত এক দশক ধরে ইউরোপিয়ান ফুটবলে রাজত্ব করে আসছেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো ও বার্সেলেনার লিওনেল মেসি। গত ১০ বছরে দুজনই পাঁচবার করে ব্যালন ডিঅর জিতেছেন। রোনালদো-মেসির বাইরে সর্বশেষ ব্যালন ডিঅর অর্জন করেছিলেন ব্রাজিলিয়ান তারকা কাকা। সেটি ছিল ২০০৭ সালে। এরপর আর কেউ এই সুযোগ পায়নি। ঘুরে ফিরে রোনালদো-মেসির হাতেই উঠেছে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড। তবে চলতি মৌসুমে এই দুজন ছাড়াও বেশ কয়েকজন খেলোয়াড় তাদের পারফম্যান্স দিয়ে নজর কেড়েছে ফুটবল বিশ্বের। তাদের মধ্যে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানোভস্কি অন্যতম। এই মৌসুমে তার অর্জন মেসির সমান। বায়ার্ন ও বার্সেলোনাও নিজ নিজ ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন। তবে লেভানোভস্কি ও তার দল বায়ার্ন চ্যাম্পিয়নস লিগে ভাল করেছে। এবার চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন সেমিফাইনাল থেকে বাদ পড়ে। আর মেসির দল বার্সেলোনা ছিটকে পড়ে কোয়ার্টার ফাইনালেই। অবশ্য, শুধু লেভানোভস্কিই নন, এই মৌসুমে দুর্দান্ত পারফম্যান্স করে এই দৌঁড়ে এগিয়ে আছেন আরও কয়েকজন খেলোয়াড়। মোহাম্মাদ সালাহ চলতি মৌসুমে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মাদ সালাহ। ফুটবলে তেমন উল্লেখযোগ্য কোনো অর্জন না থাকলেও, এই মৌসুমে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে তার পারফম্যান্স এবার আকাশচুম্বী। এমনকি তার প্রভাব এবার পড়েছে ইউরোপীয় ফুটবলেও। চ্যাম্পিয়নস লিগেও দেখিয়েছেন দুর্দান্ত ফর্ম। এই প্রতিযোগিতায় সালাহর প্রভাব এবার মেসির চেয়েও বেশি। প্রিমিয়ার লিগের এক মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজ এবং অ্যালান শিয়েরারের রেকর্ড ভেঙে দিয়ে নিজের সক্ষমতার জানান দিয়েছেন মিশরীয় এই তারকা। এরই মধ্যে প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ) এর বর্ষসেরা খেলোয়াড়ের খ্যাতি অর্জন করেছেন সালাহ। সাদিও মানে ও রবার্টো ফিরমিনোকে সঙ্গে নিয়ে এরই মধ্যে নিজের দল লিভারপুলকে প্রিমিয়ার লিগের ফাইনালে তুলেছেন মুসলিম এই খেলোয়াড়। আগামী ২৬ দিবাগত রাত বাংলাদেশ সময় ১২টা ৪৫ মিনিটে ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তার দল। এখন পর্যন্ত সালাহর ওপর ভর করেই কঠিন প্রতিযোগিতাগুলো স্বাচ্ছন্দে পাড়ি দিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। বর্তমানে যে ফর্মে রয়েছেন সালাহ তা ধরে রেখে এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা অর্জন করতে পারলে এবার তার ব্যালন ডিঅর অর্জনের পথে সম্ভবত আর কোনো বাধা থাকবে না। চ্যাম্পিয়নস লিগের দৈন্য দুর্দান্ত খেলেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছিল মেসির বার্সেলোনা। এই পর্বের প্রথম লেগে ঘরের মাঠে রোমার বিপক্ষে দুর্দান্ত ৪-১ গোলের জয়ও পেয়েছিল বার্সা। কিন্তু দ্বিতীয় লেগে অ্যাওয়ে ম্যাচে ৩-০ গোলে হেরে যায় রোমার বিপক্ষে। ফলে অ্যাওয়ে গোলের ব্যবধানে কোয়াটার ফাইনাল থেকেই ছিটকে পড়তে হয় কাতালান ক্লাবটিকে, যা মেসির দুর্দান্ত ফর্মের এই মৌসুমে দুঃখ হয়ে আবির্ভূত হয়। ব্যালন ডিঅর জয়ের জন্য চ্যাম্পিয়নস লিগের পারফম্যান্স খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এবারের ব্যালন ডিঅরে তার শক্ত দুই প্রতিদ্বন্দ্বী সালাহ ও রোনালদো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছেন। সুতরাং এটা নিশ্চিত করেই বলা যায়, এবারও ব্যালন ডিঅর হাত ছাড়া হচ্ছে মেসির। আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপ জয়ের অনিশ্চয়তা গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনাল পর্যন্ত টেনে তুলে তুললেও শেষ পর্যন্ত জার্মানির বিপক্ষে হেরে গিয়ে শিরোপা হারান মেসির দল। ফলে অল্পের জন্য ইতিহাস গড়া থেকে বঞ্চিত হন ফুটবল জাদুকর মেসি। ব্যালন ডিঅরে বিশ্বকাপের পারফম্যান্সকেও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়া হয়। গতবার নিজের পারফম্যান্স দিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে টেনে তুললেও এবার বাছাইপর্বে খুবই কষ্ট করতে হয়েছে মেসিদের। অবশেষে একক কৃতিত্বে দলটিকে বাছাইপর্বে টিকিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে মেসি। কিন্তু তারপরও বিশ্বকাপের মতো প্রতিযোগিতার শিরোপা অর্জন এতটা সহজ হবে না। কেননা, মেসির একক কৃতিত্ব দিয়ে এই শিরোপা অর্জন সত্যিই কঠিন। কেননা, বিশ্বকাপের আরেক শক্তিশালী দল স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হেরে যায়। এই ম্যাচে মেসি ছিলেন না। আর তাতেই বোঝা যায়, মেসি ছাড়া আর্জেন্টিনা দলটির সক্ষমতা কতটুকু? যদিও মেসি বিশ্বসেরা খেলোয়াড়। কিন্তু তার একার পক্ষে আর্জেন্টিনার মতো দলকে বিশ্বকাপের শিরোপা অর্জন সত্যিই কঠিন। তাছাড়া ফ্রান্স, জার্মানি, স্পেন, বেলজিয়াম ও ব্রাজিলের মতো কঠিন দলগুলো বিশ্বকাপে দারুণ পারফম্যান্স দেখাবে। যেহেতু চ্যাম্পিয়নস লিগে মেসির পারফম্যান্স খুব একটা ভাল নয়। সুতরাং ব্যালন ডিঅর পেতে হলে বিশ্বকাপে দুর্দান্ত পারফম্যান্সের বিকল্প নেই, যা খুবই কঠিন। শেষ মুহূর্তে রোনালদোর জ্বলে ওঠা গত এক দশক ধরে ব্যালন ডিঅর রোনালদো ও মেসির কাছেই ঘুরে ফিরে আসছে। তবে চলতি মৌসুমের শুরুর দিকে রিয়াল তারকা রোনালদোর ফর্ম কিছুটা খারাপ ছিল। তবে এই কঠিন মুহূর্ত পার করে মৌসুমের মাঝামাঝিতে আবার জ্বলে ওঠেন সিআর সেভেন। একের পর এক ম্যাচে দুর্দান্ত গোল করেন তিনি। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের বেশ কিছু ম্যাচে দারুণ পারফম্যান্সে ফিরে আসেন পর্তুগিজ এই তারকা। মৌসুমের প্রথম সেশনে লা লিগায় রোনালদোর গোল ছিল মাত্র একটি। অথচ দ্বিতীয় সেশনে দুর্দান্ত ফর্মে ফিরলে তার লা লিগা শেষ হয় ২৬ ম্যাচে ২৫ গোল ও ৫ অ্যাসিস্ট দিয়ে। এছাড়া চ্যাম্পিয়নস লিগে ১২ ম্যাচে ১৫ গোল ও ৩ অ্যাসিস্ট রয়েছে তার। সামনে রয়েছে ফাইনাল। ফাইনালে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস শিরোপা অর্জন করতে পারলে নিশ্চিতভাবেই ব্যালন ডিঅর জয়ে মেসির থেকে এগিয়ে যাবেন রোনালদো। সূত্র : আরটিভি অনলাইন আর/১২:১৪/১৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2k72ywD
May 18, 2018 at 06:43AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top