রাশিয়ার ১২টি ভেন্যুতে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। আর বিশ্বকাপের উন্মাদনায় মাতোয়ারা অজপাড়া থেকে বড় বড় শহরগুলো। বাদ নেই শোবিজ জগতের লোকজনও। আর এবারের বিশ্বকাপ ফুটবলে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান থাকছেন আর্জেন্টিনার সমর্থক হিসেবে। আসছে ঈদের দুটি ধারাবাহিক নাটকে দেখা যাবে এই অভিনেতাকে। নাটক দুটি হলো সাজ্জাদ সুমনের সাত পর্বের ধারাবাহিক ফুটবল ফারুক। দয়াল শাহ রচিত এ নাটকে আরো অভিনয় করছেন আরফান, অপূর্ণা ঘোষ ও মুনিরা মিঠু। অন্য নাটকটি হলো আবু হায়াত মাহমুদের ফেয়ার প্লে। এটিও সাত পর্বে নির্মিত হয়েছে। এটিতে তার সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও তিশাকে। নাটক দুটি প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, এবার ঈদ ও বিশ্বকাপ ফুটবল একই সময়ে হওয়ায় অনেক নির্মাতা ফুটবল খেলাকে নিয়ে নাটক নির্মাণ করছেন। বিশ্বকাপ ফুটবলে আমাদের দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বেশি দেখা যায়। এই দুটি দলকে নিয়েই তাই নাটকের গল্প বেশি হচ্ছে। আমার অভিনীত দুটি নাটকের গল্পই চমৎকার। দর্শকরা নাটক দুটি বেশ উপভোগ করবেন বলে আশা করছি। সূত্র: বিডি প্রতিদিন এমএ/ ০৩:২২/ ৩১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LOnLbg
May 31, 2018 at 09:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top