লস অ্যাঞ্জেলস, ৯ মেঃ কিছুদিনের মধ্যেই উড়ন্ত ট্যাক্সি দেখা যাবে আমেরিকার রাস্তায়। এই ভাবনাকে বাস্তব রূপ দিতে চুক্তি করেছে নাসা ও উবের।
মঙ্গলবার নাসার তরফে জানানো হয়েছে, তারা শহুরে বায়ুযান তৈরির প্রস্তুতি নিচ্ছে। শহরের বিমানচালনার ভবিষ্যত্ নিয়ে আলোচনার জন্য লস অ্যাঞ্জেলসে উবের এলিভেট সম্মেলনে সমবেত হয়েছিলেন প্রযুক্তি ও পরিবহণের কর্তারা। সেখানেই চুক্তির কথা ঘোষণা করা হয়। জানা গিয়েছে, নাসার গবেষণাকেন্দ্র ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে চালানো হবে নয়া উড়ন্তযানের মডেল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K5mwms
May 09, 2018 at 01:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন