মধ্যপ্রদেশে রাহুল গান্ধির সভার জন্য জারি একগুচ্ছ নির্দেশিকা

ভোপাল, ২৩ মেঃ আগামী ৬ জুন মধ্যপ্রদেশের মানসৌরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির জনসভা করার কথা। তার আগে এই সভার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করলেন মালহারগড়ের মহকুমা আধিকারিক। শর্ত দেওয়া হয়েছে, কোনওরকম ডিজে সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনও মন্তব্য করা যাবে না, সভার জন্য বানানো তাঁবুর মাপ ১৫x১৫ ফুটের বেশি করা যাবে না। নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই জনসভার আয়োজকদেরই পার্কিং স্পেস, বিদ্যুৎ, জল ও দমকলবাহিনীর ব্যবস্থা করতে হবে। এছাড়া অগ্নিকাণ্ড, বৃষ্টির মোকাবিলা করার জন্যও তৈরি থাকতে হবে। মালহারগড় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, রাহুলের জনসভার জন্য যাতে ওই অঞ্চলে যান চলাচল বিঘ্নিত না হয় তাও নিশ্চিত করতে হবে আয়োজকদের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J0NwGU

May 23, 2018 at 05:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top