মাদক বিরোধী অভিযানে র‌্যাবের হাতে ধরা পড়ল অর্ধশত মাদকসেবী ❀ বিভিন্ন মেয়াদে কারাদন্ড

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৪৯ মাদকসেবীকে আটক করেছে। এসময় উদ্ধার কার হয়েছে বিপুল পরিমাণ মাদক দ্রব্য। একই সঙ্গে অভিযানে আটক মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
র‌্যাব জানায়, ধারাবাহিকতায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় মাদকসহ ৪৯ মাদকসেবীকে হাতে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে ১। মোঃ আলী আজম (২৬), পিতা-আব্দুল কাদের জিলানী, সাং-হরিনগর, থানা-শিবগঞ্জ, ২। মোসাঃ সারিকা বেগম (৩০), পিতা-নাসির উদ্দিন, সাং-ভোলাহাট, থানা-ভোলাহাট, ৩। মোঃ আবীর হোসেন (৩৮), পিতা-জীবন আলী, সাং-কৃষ্ণগোবিন্দপুর ঘাইসাপাড়া, থানা-শিবগঞ্জ, ৪। শ্রী লালন মন্ডল (২৬), পিতা-শংকর মন্ডল, সাং-বারঘরিয়া, থানা-সদর, ৫। মোঃ জীবন (৩৫), পিতা-মোঃ ইনু পাল, সাং-বারঘরিয়া, থানা-সদর, ৬। মোঃ আজিম (২৬), পিতা-মৃত একরামুল হক, সাং-রামচন্দ্রপুর, থানা-সদর, ৭। মোঃ বাদল উদ্দিন (২৫), পিতা-মোনা বিশ্বাস, সাং-রামচন্দ্রপুরহাট, থানা-সদর, সর্ব জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ৮। মোঃ সজীব ইসলাম (২১), পিতা-আব্দুল আজিজ, সাং-রাজশাহী কোর্ট বোলনপুর, থানা ও জেলা-রাজশাহী, ৯। মোঃ সহিদ রানা (৩০), পিতা-মৃত জমশেদ আলী, সাং-জিয়ানগর, থানা-সদর, ১০। মোঃ আরিফ (২৩), পিতা-নুরুল ইসলাম, সাং-হায়াতপুর, থানা-সদর, ১১। মোঃ রাসেল (২৬), পিতা-ইসরাইল হক, সাং-দারুসিয়া, থানা-সদর, ১২। মোঃ শামসুল (৪২), পিতা-মৃত মহলু, সাং-বারঘরিয়া, থানা-সদর, ১৩। মোঃ আবুল হোসেন (৩২), পিতা-মোঃ মুনসুর আলী, সাং-রশিকনগর, থঅনা-শিবগঞ্জ, ১৪। মোঃ আকাশ (৩৮), পিতা-মোঃ মোজাম্মেল, সাং-বারঘরিয়া, থানা-সদর, ১৫। মোঃ আব্দুর রহিম (২৬), পিতা-মৃত আলম, সাং-চামাগ্রাম বারঘরিয়া, থানা-সদর, ১৬। রিপন দাস (২৭), পিতা-সুনিল, সাং-রহনপুর, থানা-গোমস্তাপুর, ১৭। মোঃ বাদল (২৮), পিতা-মোঃ বাবু আলী, সাং-কাশিমপুর, থানা-ভোলাহাট, ১৮। মোঃ মাসুদ রানা (৩৫), পিতা-মোঃ জালাল উদ্দিন, সাং-মহারাজপুর ডোলপাড়া, থানা-সদর, ১৯। মোঃ কামাল হোসেন (৪০), পিতা-মৃত রাজ্জাক, সাং-বারঘরিয়া লক্ষ্মীপুর, থানা-সদর, সর্ব জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ২০। মোঃ আরমান (৪৫), পিতা-মৃত আলতাফ, সাং-লালবাগ, ২১। মোঃ মনিরুল ইসলাম (৩৫), পিতা-মৃত মুনসুর আলী, সাং-গোফালপুর, উভয় থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ২২। মোঃ সামিউল আলীম (২৬), পিতা-মোঃ সাফুরুদ্দিন, সাং-বালিয়াদিঘী কলোনীপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ২৩। প্রেম কুমার (৩০), পিতা-অচীন, সাং-রামপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ২৪। মোঃ আমিনুল ইসলাম (৩৫), পিতা-মৃত দরবেশ, সাং-হুজরাপুর রেলবাগান, থানা-সদর, ২৫। মোঃ মাহফুজ আক্তার মিলন (১৮), পিতা-মৃত বাবুল আখতার, সাং-নয়নশুকা, থানা-সদর, ২৬। মোঃ আব্দুল আলিম (১৮), পিতা-মোঃ গোলাম কিবরিয়া, সাং-নয়নশুকা, থানা-সদর, ২৭। মোঃ রাসেল আলী (২৪), পিতা-মোঃ মহব্বত আলী, সাং-নামোশংকরবাটি চৌমুহনী, থানা-সদর, ২৮। মোঃ আশরাফুল ইসলাম (৩০), পিতা-মৃত সমর উদ্দিন, সাং-আমনুরা, থানা-সদর, ২৯। মোঃ তোফাজ্জল (৪৫), পিতা-মৃত খবির আলী, সাং-আমনুরা, থানা-সদর, ৩০। মোঃ রাসেল (২৯), পিতা-মৃত কালু মিস্ত্রী, সাং-নামোশংকরবাটি, থানা-সদর, ৩১। মোঃ আব্দুল খালেক (৩৭), পিতা-খাবির শেখ, সাং-গোপীনাথপুর, থানা-ভোলাহাট, সর্ব জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ৩২। মোঃ লিটন (৪০), পিতা-মৃত সোলেমান, সাং-হাজরাপুকুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ৩৩। মোঃ রেজাউল করিম (৩৫), পিতা-মোঃ মুনজুর রহমান, সাং-বালিয়াদিঘী, থানা-শিবগঞ্জ, ৩৪। মোঃ সবুজ (২৫), পিতা-মোঃ ফজলুর রহমান, সাং-প্রান্তিকপাড়া, থানা-সদর, ৩৫। মোঃ ফারুক ইকবাল রনি (৩৪), পিতা-সালামত আলী টুলু, সাং-রহমতপাড়া, থানা-গোমস্তাপুর, ৩৬। মোঃ মাহফুজ আলম (৩৩), পিতা-এন্তাজ আলী, সাং-রহনপুর, থানা-গোমস্তাপুর, ৩৭। মোঃ আপেল (৩৫), পিতা-গোলাম মোস্তফা, সাং-গোপালনগর, থানা-শিবগঞ্জ, ৩৮। মোঃ সোহেল রানা (২৭), পিতা-বাহার আলী, সাং-চাঁদশিকারী, থানা-শিবগঞ্জ, ৩৯। মোঃ রবিউল আউয়াল (২৯), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-নয়নশুকা, থানা-সদর, ৪০। মোঃ আসাদ (৪৩), পিতা-মৃত হাসান আলী, সাং-বারঘরিয়া, থানা-সদর, ৪১। মীর মাকসুদ (২৪), পিতা-মৃত সাইদুর রহমান, সাং-বারঘরিয়া, থানা-সদর, ৪২। মোঃ সাব্বির হোসেন (২০), পিতা-জীবন মিয়া, সাং-বারঘরিয়া বিশ্বাসপাড়া, থানা-সদর, ৪৩। মোঃ শুকুরুদ্দিন (২২), পিতা-মৃত নাছু, সাং-আলীনগর রেলপাড়া, থানা-সদর, ৪৪। মোঃ বাবলু (২৮), পিতা-মৃত বাদল, সাং-বিজয়পুর জিয়ানগর, থানা-সদর, ৪৫। মোঃ তোফাজুল (৪৪), পিতা-মৃত কিনু শেখ, সাং-হুজরাপুর বেলবাগান, থানা-সদর, ৪৬। মোঃ কুরবান আলী (৩০), পিতা-মৃত ইদু মিস্ত্রী, সাং-হুজরাপুর বেলবাগান, থানা-সদর, ৪৭। এনায়েত হোসেন (৩৬), পিতা-সাইফুল ইসলাম, সাং-কয়লার দিয়াড়, থানা-শিবগঞ্জ, ৪৮। মোঃ আল মাহমুদ সরাফি (২৬), পিতা-মোঃ ফাইজুদ্দিন বিশ্বাস, সাং-নয়নশুকা, থানা-সদর, ৪৯। জুয়েল রানা (১৯), পিতা-মোঃ লাল মোহাম্মদ, সাং-আলীনগর রেলপাড়া, থানা-সদর, সর্ব জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
আটককৃতদের মধ্যে, ১নং আসামীকে ০১ বছরের, ০২নং আসামীকে ০৭ মাসের, ৩নং হতে ৫নং পর্যন্ত ০৩ জন আসামীকে ০৩ মাসের, ৬নং হতে ১০নং পর্যন্ত ০৫ জন আসামীকে ০১ মাসের, ১১নং আসামীকে ২০ দিনের, ১২নং হতে ২৪নং পর্যন্ত ১৩ জন আসামীকে ১৫ দিনের, ২৫নং হতে ২৮নং পর্যন্ত ০৪ জন আসামীকে ১০ দিনের, ২৯নং হতে ৩৩নং পর্যন্ত ০৫ জন আসামীকে ০৭ দিনের, ৩৪নং হতে ৩৬নং পর্যন্ত পর্যন্ত ০৩ জন আসামীকে ০৫ দিনের, ৩৭নং হতে ৪৬নং পর্যন্ত ১০ জন আসামীকে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়। ৪৭নং আসামীকে ৫০০০/-টাকা ও ৪৮-৪৯নং আসামীর প্রত্যেককে নগদ ৩০০০/-টাকা করে ৬,০০০/-টাকা মোট ১১,০০০/-টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত টাকা তাৎক্ষণিক আদায়করত সরকারী কোষাগারে জমা করা হয়।
অভিযানে ১ কেজি গাঁজা, ৫৩ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম হেরোইন, ১১৭ পিস ইয়াবা, ৫ হাজার লিটার চোলাই মদ, ১০ টি গাঁজার কলকি উদ্ধার করা হয় যা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৫-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2LJqItU

May 29, 2018 at 11:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top