অর্থের লোভে কিডনি পাচার চক্রে পা দিয়ে প্রতারিত ব্যক্তি

মালদা, ৩ মেঃ ঘরে অভাব মেটাতে কিডনি পাচার চক্রে পা দিয়ে কিডনি হারালেন ভিনরাজ্যে কাজ করতে যাওয়া এক ব্যক্তি৷ কিডনি পাচারচক্রের পাল্লায় পড়ে প্রতারিতও হয়েছেন তিনি৷ তিনি এখন নৈহাটি থানার হেপাজতে রয়েছেন৷ বৃহস্পতিবার নৈহাটি থানার পুলিশ ঘটনার তদন্ত করতে মালদায় আসতেই বিষয়টি জানাজানি হয়।

চাঁচল ২ ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা গ্রামের ঘটনা৷ ওই গ্রামে স্ত্রী আকতারি বিবি, ২ ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন আনজারুল হক৷ পেশায় ভ্যানচালক আনজারুল৷ বেশি টাকা উপার্জন করতে গিয়ে শ্রমিকের কাজ করতে ভিনরাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি৷ মাস তিনেক আগে কর্মসূত্রে বাইরেও যান৷ তবে কোথায় কাজ করতে যাচ্ছেন সেবিষয়ে পরিবারকে কিছু জানাননি আনজারুল৷ তারপর থেকে আনজারুলের সঙ্গে পরিবারের কারোর কোনো যোগাযোগ হয়নি৷ এমনকি কোনো টাকাও পাঠাননি আনজারুল।

এদিন আনজারুলের পরিচয়ের সত্যতা যাচাই করতে নয়াটোলা গ্রামে উপস্থিত হয় নৈহাটি থানার পুলিশ৷ পুলিশকর্মীদের মুখ থেকেই গোটা ঘটনা জানতে পারেন আনজারুলের স্ত্রী৷ পুলিশ সূত্রে খবর, নৈহাটিতে আনজারুল একটি কিডনি পাচারচক্রের পাতা ফাঁদে পা দেন৷ ২ লক্ষ টাকার লোভ দেখানো হলেও মাত্র ৩০ হাজার টাকা দেওয়া হয় তাঁকে৷ গোপন সূত্রে এই চক্রের খোঁজ পেয়ে হানা দেয় নৈহাটি থানার পুলিশ৷ উদ্ধার করা হয় ৭-৮ জনকে প্রতারিতকে৷ তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় নৈহাটি থানায়৷ জানা গিয়েছে, কিডনি পাচারচক্রের কাছে নিজেকে দিলীপ রাম এবং বিহারের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন আনজারুল৷ ওই চক্রের এক সদস্যই তাঁকে তেমনটাই জানাতে বলেছিল৷ কিন্তু নিজের আসল পরিচায় জানান পুলিশকে৷ পাচারচক্রের কেউ এখনও পর্যন্ত ধরা পড়েছে কিনা তা এখনই জানাতেো নারাজ পুলিশ৷

সংবাদদাতাঃ বাপি কুমার দাস

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JLcrer

May 03, 2018 at 06:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top