নয়াদিল্লি, ৩ মেঃ ধুলোঝড় ও প্রবল বৃষ্টিতে উত্তরপ্রদেশে মৃত কমপক্ষে ৪৫ জন। আহত শতাধিক। উত্তরপ্রদেশ ছাড়াও ঝড়ের প্রকোপে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজস্থান ও উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। মৃতের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।
বুধবার রাত থেকেই রাজ্যের চার জেলা আগ্রা, বিজনৌর, সাহারানপুর ও বরেইলিতে শুরু হয়েছে ধুলোর ঝড়। প্রায় ২ ঘণ্টা ধরে চলে এই তাণ্ডব। আগ্রা ও বিজনৌরে মূলত দেওয়াল চাপা পড়েই মৃত্যু হয় বেশিরভাগ মানুষের। শুধুমাত্র আগ্রাতেই মৃত্যু হয়েছে ৩৬ জনের।
অন্যদিকে, রাজস্থান ও উত্তরাখণ্ডের ঝড়ের প্রভাবে প্রাণহানির ঘটনা ঘটেছে। ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব রাজস্থানের আলোয়ার, ধওলপুর, ভরতপুর জেলা। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড বিদ্যুত্ সংযোগ ব্যবস্থাও। উপড়ে গিয়েছে একাধিক গাছ। সব থেকে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ভরতপুর জেলায়। সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তুপের নীচে আরও দেহ চাপা পড়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FDattS
May 03, 2018 at 03:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন