প্রকাশ্যে মলত্যাগ বন্ধ করতে গ্রামে শৌচাগার নির্মাণ করলেন ৮৭ বছরের বৃদ্ধা

উধমপুর, ৪ মেঃ  গ্রামে যাতে কেউ প্রকাশ্যে মলত্যাগ না করে তাই নিজেই শৌচাগার নির্মাণে হাত লাগালেন জম্মু ও কাশ্মীরের উধমপুরের বাদালি গ্রামের এক বৃদ্ধা। আর সেই খবর প্রকাশ্যে আসতেই ওই বৃদ্ধাই এখন দেশের কাছে রোল মডেল হয়ে উঠেছেন। ৮৭ বছরের ওই বৃদ্ধার নাম রাক্কি। তিনি জানান, ‘ প্রকাশ্যে মলত্যাগ বন্ধ করতে জনসচেতনতা বাড়াতে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে গ্রামে প্রচার করেছে উধমপুর জেলা প্রশাসন। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। গ্রামবাসীরা খোলা মাঠেই মলত্যাগ করছে।’  এরপর ওই বৃদ্ধা নিজেই গ্রামবাসীদের জন্য শৌচাগার বানানোর উদ্যোগ নেন। শ্রমিকদের পারিশ্রমিক দেওয়ার মতো সামর্থ্য নেই তাঁর। তাই নিজে কষ্ট করে গড়ে তুলছেন শৌচাগার।
উধমপুরের ডেপুটি কমিশনার তাঁর প্রশংসা করে বলেন, ‘কারও কোনও সাহায্য ছাড়াই ৮৭ বছর বয়সের এক মহিলা নিজে হাতে টয়লেট বানাচ্ছেন শুনে আমি চমকে গেছি। স্যালুট করি তাঁর স্পিরিটকে।’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KA6m5R

May 04, 2018 at 05:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top