বিশ্বনাথে আন্-নিয়ামাত ট্রাস্টের ফ্যামিলি ফুড বিতরণ

IMG_20180525_232518_312বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: রমজান উপলক্ষে নগদ অর্থ ও ফ্যামিলি ফুড বিতরণ করা হয়েছে। সম্প্রতি শিমুলতলার জামেয়া ইসলামিয়া হাজী আব্দুস সাত্তার মহিলা মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপমহাদেশের প্রখ্যাত আলেমেদীন শায়েখ আল্লামা নূরুল ইসলাম মইজপুরী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নূরুল ইসলাম বলেন, যারা এই ট্রাস্টের সাথে সার্বিক সহযোগীতা করে গরীব মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তারা সত্যিই বড় মনের মানুষ। আগামিতে আরও বড় পরিষরে সহযোগীতা করার প্রস্তুতি নিতে ট্রাস্টের সকল কর্মকর্তাদের প্রতি আহবান জানান তিনি।

ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি হাজী আব্দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যবসায়ী আকবর হোসেন কিসমত ও আব্দুল বাছিরের উস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল মতলিব, হাজী রইছ আলী, হাজী আব্বাস খান, মাদ্রাসার মুহতামীম শফর আলী, আব্দুর রহমান, ইউপি সদস্য নজরুল ইসলাম দুলাল, ওয়াদুদ মিয়া, শায়েখ মিয়া সমাজসেবক আবু সুফিয়ান, ফাহিম আহমদ রিপন, সাজুল মিয়া, আব্দুল মোমিন, কামাল আহমদ, মুহিবুর রহমান, কামরান আহমদ।

সভা শেষে ১২০জন দরিদ্র নারী পুরুষদের মধ্যে নগদ ৫০০টাকা, ২০কেজি চাল, ১০কেজি পেয়াজ, ২কেজি মসুর ডাল, ২কেজি ছোলা, ১কেজি আদা, ২ কেজি খাজুর ও ৫লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়। এসময় ট্রাস্টের পক্ষ থেকে ছাতকের জাহিদপুরের মৃত সোনা উল্লার পুত্র আলকাছ আলীর পাকাঘর নির্মাণ বাবাদ ৪লাখ টাকা, ছাতকের উত্তরহাদা জামে মসজিদে ৩০হাজার টাকা, বিশ্বনাথের শিমুলতলা গ্রামের মৃত ইলিয়াস আলীর পুত্র কামরুল ইসলামকে পাকাঘর নির্মান বাবাদ ৩০হাজার টাকা, একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রুপকে ৯৫হাজার টাকা, বিদেশ গমন উপলক্ষে মুয়াজ্জিন আলকাছ আলীর পুত্র জালাল মিয়াকে ৫০হাজার টাকা এবং মৃত ছরকুম আলীর নাতি আলী হোসেনকে ২০হাজার টাকা প্রদান করা হয়।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2LsL9uR

May 26, 2018 at 01:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top