তাজ মহলের রক্ষণাবেক্ষণ নিয়ে এএসআই-কে তিরস্কার সুপ্রিমকোর্টের

নয়াদিল্লি, ৯ মেঃ তাজ মহলের সঠিক রক্ষণাবেক্ষণ করছে না আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)। বুধবার এএসআই-র বিরুদ্ধে এই অভিযোগ করল সুপ্রিমকোর্ট।

এদিন কেন্দ্রের তরফে আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এএনএস নাদকার্নিকে বিচারপতি এম বি লোকুর এবং দীপক গুপ্ত বলেন, ‘এএসআই নিজের কাজ সঠিক ভাবে করে থাকলে এমন দিন আসত না। আমরা অবাক হয়েছি যেভাবে কোনও কাজ না করেও আত্মপক্ষ সমর্থন করছে এএসআই। কেন্দ্রের অবিলম্বে উচিত এটা ভেবে দেখার, যে আদৌ এএসআই-এর উপস্থিতির কোনও প্রয়োজন তাজ মহলে আছে কি না।’নাদকার্নি অবশ্য জানিয়েছেন, পরিবেশ ও বন মন্ত্রক শীর্ষ আদালতের এই পরামর্শ নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। তাজ মহলের যথাযত রক্ষণাবেক্ষণের জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞদের আনার কথাই ভাবছে কেন্দ্র।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K4ZkEY

May 09, 2018 at 04:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top