ঢাকা, ৩১ মে- নৃত্যশিল্পী চাঁদনী তার সাবেক স্বামী গায়ক বাপ্পা মজুমদার ও তার বাগদত্তা টিভি উপস্থাপক তানিয়া হোসাইনকে দুঃখী মানুষ আখ্যায়িত করেছেন। তার ভাষায়, দুজন দুঃখী মানুষ একসঙ্গে হল। আমি বলি ওরা সুখে থাক। বাপ্পা-তানিয়ার বিয়ে নিয়ে বুধবার একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে এসে এ কথা বলেন চাঁদনী। তবে তার সংসার ভাঙার পেছনে তানিয়া পরোক্ষভাবেও দায়ী কিনা এমন প্রসঙ্গ উঠলে চাঁদনী বলেন, আমাকে খারাপ করে কোনো মেয়ে বা ছেলে কীভাবে আগাবে? অনুষ্ঠানে চাঁদনী জানান, বাপ্পার সঙ্গে তার দাম্পত্য জীবনে কলহ ছিল। তাদের দাম্পত্য জীবনের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেত। চাঁদনী আরও বলেন, আশপাশের লোকজন তাকে নেশাখোর, তার বাচ্চা হয় না কেন- এসব নিয়ে কথা শোনাতো। এগুলো কে ছড়াতো- এমন প্রশ্ন রেখে চাঁদনী বলেন, স্বামী স্ত্রীর কথা যদি অন্য কেউ জানে, তা হলে তেমন স্বামী চাই না। চাঁদনী জানান, বাপ্পা কখনই তাকে অভিনয় করতে নিষেধ করেননি। কিন্তু সংসারের জটিলতার কারণে তিনি কুলিয়ে উঠতে পারছিলেন না। তিনি বলেন, আমি ক্যারিয়ারে কী মন দেব, আমার তো সংসারই ঠিকমতো হচ্ছিল না। প্রসঙ্গত বাপ্পা মজুমদার ও চাঁদনী ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালের ২১ মার্চ। দীর্ঘ ৯ বছর সংসার জীবনের পর ছাড়াছাড়ি হয় তাদের। অন্যদিকে ২০১০ সালের ৩০ মার্চ চিত্রপরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে বিয়ে করেন। বিয়ের এক বছরের মাথায় তাদের বিবাহবিচ্ছেদ হয়। গত ১৬ মে রাতে ঘরোয়াভাবে ডিভোর্সি বাপ্পা ও তানিয়ার আংটিবদল হয়। এর একটি ছবি ২০ মে রাতে তানিয়া হোসাইন তার ফেসবুক পেজে পোস্ট করেন। রাজধানীর পশ্চিম পান্থপথে তানিয়ার মায়ের বাসায় আংটিবদলের অনুষ্ঠান হয়। এর পর সামাজিকমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বাপ্পা জানান, গত বছর ৯ অক্টোবর চাঁদনীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়, আর শেষ হয় এ বছর ৯ জানুয়ারি। তারও আগে তারা দুজন এক বছরের বেশি সময় আলাদা ছিলেন। বাপ্পা লেখেন, মানুষের জীবনে এমন অনেক কিছু হয়, যা হওয়ার কথা থাকে না। ব্যক্তিগত বিষয়গুলো জীবনের অংশ মনে করে জীবনের সঙ্গেই রেখে দেয়া ভালো। আমাকে আমার ভক্তরা আমার কাজ দিয়ে চেনেন, আমি আমার কাজ নিয়েই থাকতে চাই, বাঁচতে চাই সবার মাঝে। কী হবে ব্যক্তিজীবনের গল্প জনে জনে বলে? অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনই আগ্রহী না যেমন ঠিক, তেমন আমার ব্যক্তিগত জীবনও কারও সঙ্গে খুব একটা শেয়ার করা আমার বৈশিষ্ট্য না। তবে সময়ের কারণে আজ আপনাদের জানাতে হচ্ছে। বাপ্পা আরও লিখেছেন, জীবন তার নিজের গতিতে চলে। সময় কারও নিজের ইচ্ছায় চলে না। সময় খুব খেয়ালি। জীবন সময় কখন কাকে কোথায় নিয়ে ফেলে বোঝা মুশকিল। সূত্র: যুগান্তর এমএ/ ১২:৩৩/ ৩১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2L8TRgQ
May 31, 2018 at 06:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top