মালদায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

মালদা, ৭ মেঃ তৃণমূল বিজেপি সংঘর্ষে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে মালদার গাজলের দেওতলাতে। জানা গিয়েছে, দিলীপ ঘোষের সভা শেষ হওয়ার পরই এই সংঘর্ষের সৃষ্টি হয়।

রবিবার ওই এলাকায় সভা করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি চলে যাওয়ার পর জেলা নেতৃত্ব দেওতলা এলাকার দলীয় কার্যালয়ে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের সাথে বসে আলোচনা করছিলেন। সেইসময় একদল তৃণমূল-কংগ্রেস সমর্থক হাতে অস্ত্র নিয়ে বিজেপি কার্যালয়ে চড়াও হয়। বিজেপি কর্মীদের মারধরও করা হয়। জানা গিয়েছে, ঘটনায় জেলা বিজেপির নেতা গোবিন্দ্র চন্দ্র মন্ডল সহ ৭ জন বিজেপি কর্মী আহত হন। বিজেপির দেওতলা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, বিজেপির একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

তথ্যঃ বাপি কুমার দাস

ছবিঃ পঙ্কজ ঘোষ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rr3krA

May 07, 2018 at 12:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top