লালুর ছেলের বিয়েতে চুড়ান্ত অব্যবস্থা

পাটনা, ১৩ মেঃ খাবার লুঠ, বাসনপত্র ভাঙচুর, চেয়ার-টেবিল এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলে বিধ্বস্ত চেহারা নেয় বিয়ের মণ্ডপ। অভিযোগ, দূর্ব্যবহার করা হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে যাওয়া ফটোগ্রাফারদের সঙ্গেও। অভিযোগ, এমনই চূড়ান্ত অব্যবস্থা দেখা দিয়েছিল আরজেডি প্রধান লালুপ্রসাদের ছেলে তেজপ্রতাপের বিয়েতে। বিয়েতে নিমন্ত্রিত ছিলেন প্রায় সাত হাজার মানুষ। ভিআইপি, মিডিয়া ও অন্য নিমন্ত্রিতদের জন্য মণ্ডপে আলাদা আলাদা ভাগ ছিল। কিন্তু এই বিশাল সংখ্যক নিমন্ত্রিতদের নিয়ন্ত্রণ করার মতো সঠিক ব্যবস্থা ছিল না মন্ডপে। জানা যায়, প্রচুর বহিরাগতরা মণ্ডপে ঢুকে পড়ে। তেজ প্রতাপের সঙ্গে ঐশ্বর্য্যের মালা বদলের পরই আরজেডি-র প্রচুর সমর্থক কর্ডন ভেঙে ঢুকে পড়ে ভেতরে এবং খাবার লুঠ শুরু করে দেয়।

কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা ভাঙা বাসনপত্র এবং উলটানো চেয়ার-টেবিলে ভরে যায়। আরজেডি-র কয়েকজন নেতা ভিড় সামলানোর চেষ্টা করেন। তেজ প্রতাপের বিয়েতে দায়িত্বপ্রাপ্ত ক্যাটারিং সংস্থা জানিয়েছে, তাদের প্রচুর বাসনপত্র চুরি হয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rFbIEe

May 13, 2018 at 05:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top