নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর উপশহরস্থ গার্ডেন টাওয়ারের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় জনতা এক ছিনতাইকারীকে আটক করেছে। সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই যুবকের জ্ঞান না ফেরায় তার নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ব্যাগে টাকা নিয়ে ওই যুবক উপশহর থেকে কোথাও যাচ্ছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে ছয় ছিনতাইকারী এসে তার পথরোধ করে। তারা যুবকের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এসময় ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয় জনতা ঘটনাটি প্রত্যক্ষ করে এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এক ছিনতাইকারীকে জনতা আটক করে উত্তমমধ্যম দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। নাজিম উদ্দিন নামের ওই ছিনতাইকারী সিলেট সদর উপজেলার টুকেরবাজারের পীরপুরের বাসিন্দা।
ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করলেও আহত যুবকের পরিচয় কিংবা ব্যাগে ঠিক কত টাকা ছিল, তা নিশ্চিত করতে পারেননি সিলেট কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2IDNEvT
May 14, 2018 at 10:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন