ওয়াশিংটন, ১৯ মেঃ সম্প্রতি নাসা-র করা এক সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এই সমীক্ষায় প্রকাশ পেয়েছে উত্তর-পূর্ব ভারতে ক্রমশ কমছে পানীয় জলের পরিমাণ। পৃথিবীতে পানীয় জলের পরিমাণের ওপর উপগ্রহের মাধ্যমে সাম্প্রতিক পর্যবেক্ষণ চালিয়েছে এই মার্কিন গবেষণা সংস্থা। আর সেখানেই উঠে এসেছে উত্তর ও পূর্ব ভারতের এই তথ্য।
জার্নাল নেচারে এই সমীক্ষাটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে, বিভিন্ন কারণ যেমন মানুষের জলের ব্যবহার, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক চক্র, উষ্ণায়নের ফলে জলাভূমি ক্রমশ আর্দ্র এবং স্থল ক্রমশ শুষ্ক হয়ে যাচ্ছে।
নাসা-র উপগ্রহ-চিত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলি এবং আমেরিকার ক্যালিফর্নিয়া ও অস্ট্রেলিয়া, উত্তর ও পূর্ব ভারতে সবচেয়ে বেশি পরিস্রুত জলের অভাব দেখা দিয়েছে। রিপোর্টে আরও উল্লেখ, পরিস্রুত জলের সমস্যা মেটাতে যছেষ্টভাবে সরকারি উদ্যোগের অভাব রয়েছে। এর ফলে ভবিষ্যতে পানীয় জলের ঘাটতির আশঙ্কা দেখা দিতে পারে।
নাসার তরফে ম্যাট রডেল জানান, ‘পৃথিবীতে পরিস্রুত জলের লভ্যতা বুঝতে এই প্রথম এতগুলো উপগ্রহকে ব্যবহার করা হয়েছে।’
জলাশয়, দীঘি, নদী, ভূগর্ভস্থ জল, ঝরনা, বরফ থেকে পাওয়া জলই পরিস্রুত। কৃষিকাজ এবং পানীয় জলের জন্য পরিস্রুত জলই ভরসা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wTCcaG
May 19, 2018 at 05:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন