কলকাতা, ২০ মে- এক নারীকে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানোর অভিযোগ উঠেছে। তার দোষ হলো তিনি প্রতিবাদ করেছিলেন। ভুক্তভোগী নারী তৃণমূলের একজন কর্মী। ওই নারীকে দলীয় কার্যালয়ের সামনে কান ধরে ওঠ-বোস করানো হয়। এমন ঘটনার সাথে অভিযুক্ত তৃণমূলেরই কয়েকজন কর্মী। কলকাতার মেদিনীপুর সদর ব্লকের কনকাবতীর বাগডুবিতে এ ঘটনা ঘটেছে। আর এই ঘটনার ছবি প্রকাশ পেতেই শোরগোল পড়েছে শাসক দল বিজেপির ভেতরেও। সামনে এসেছে নারীদের নিরাপত্তার বিষয়টি। এ বিষয়ে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেছেন, মেদিনীপুরের ওই ঘটনার কথা শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে। কোনো ভাবেই এসব মেনে নেয়া হবে না। দলে পক্ষ থেকে অবশ্যই কঠিন ব্যবস্থা নেয়া হবে। হেনস্তার শিকার হওয়া ওই নারীর নাম কবিতা পাত্র। তৃণমূলের কর্মী কবিতা জানান, দলেরই কয়েকজনের হাতে চরম হেনস্তা হতে হয়েছে। এটাই খারাপ লাগছে। আমি তৃণমূলেরই কর্মী। কখনো ভাবিনি আমার সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে। জানা গেছে, কবিতার স্বামী গোপাল পাত্র গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকা থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন। এবার আসনটি নারীদের জন্য সংরক্ষিত। কবিতার স্বামী গোপাল জানান, আমি এখনো পঞ্চায়েতের সদস্য। তৃণমূলের সক্রিয় কর্মী। এরপর আর তৃণমূল করবো কিনা ভাবছি। কবিতার ওপর কেন এমন নির্যাতন? স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের দিনে বুথ জ্যামের প্রতিবাদ করেছিলেন তিনি। এক তৃণমূলকর্মীকে জুতোও দেখিয়েছিলেন। কবিতার ভাষায়, অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। কিন্তু তার শাস্তি যে এমন হতে পারে ভাবিনি। আরও পড়ুন: ভোটের দিন কেন বাংলাদেশি লোক ঢুকেছিল: মমতা তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৯:০০/ ২০ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IzGoCd
May 20, 2018 at 06:02PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন