নয়াদিল্লি, ১২ মেঃ ফের বিজেপি বিরোধী মন্তব্য বিজেপি মহলেই। এবারও শত্রুঘ্ন সিনহা। একদিকে কংগ্রেস সভাপতি রাহুলকে নানাভাবে কটাক্ষ করছেন প্রধানমন্ত্রী ও তাঁর দল। ঠিক তখনই উলটো পথে হাঁটলেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি রাহুলকে কটাক্ষ করার পরিবর্তে পরোক্ষভাবে সমর্থন করলেন। তিনি বলেন, যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। জনতার দরবারে রাহুলের জনপ্রিয়তা অনেক বেশি।
বিজেপি সাংসদ রাহুলের প্রশংসা করে টুইটে লিখেছেন, ‘গত কয়েক বছরে রাজনৈতিক ভাবে বেশ পরিণত হয়েছেন কংগ্রেস সভাপতি।’ তিনি আরও লেখেন, ‘যে কেউ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। জনতার সমর্থন থাকলে, নামদার, কামদার, দমদার এবং সমঝদারও হতে পারেন প্রধানমন্ত্রী। এটা কোনো দলের অভ্যন্তরীণ বিষয় নয়। জনসমর্থন থাকলেই প্রধানমন্ত্রী হওয়া সম্ভব। এ নিয়ে অযথা চেঁচামেচি করা উচিত নয়। জয় কর্নাটক, জয় হিন্দ।’
কয়েকদিন আগেই রাহুল গান্ধি ও কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, ‘রাহুল অপরিণত ও নামদার। তোমরা গান্ধি পরিবার নামদার হলে আমি হলাম কামদার।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IC1QFC
May 12, 2018 at 10:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন