একমাত্র দল হিসেবে প্রত্যেকটি বিশ্বকাপেই অংশ নেয়া দল ব্রাজিল। তাছাড়া বিশ্বকাপের সবথেকে সফল দলও। বাছাইপর্বের ম্যাচগুলোতে দুর্দান্ত পারফর্ম করে সবার আগে বিশ্বকাপে জায়গায় করে নেয়া দলটির দিকে তাই সবার নজর ছিল অন্য দলগুলোর থেকে বেশি। অবশেষে রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের সংক্ষিপ্ত দল ঘোষণা করলেন ব্রাজিলিয়ান কোচ তিতে। প্রায় সম্ভাব্য সব তারকারাই সুযোগ পেয়েছেন ব্রাজিল দলে। ইনজুরির কারণে শেষ সময়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দানি আলভেজ। তাছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ম্যানসিটির চারজন খেলোয়াড়ই সুযোগ পেয়েছেন ব্রাজিল দলে। তাছাড়া দলে রয়েছেন নেইমার, কৌতিনহো, ফিরমিনোর মতো বড় তারকারাও। বিশ্বকাপে ব্রাজিলের ২৩ সদস্যের দল গোলকিপার : অ্যালিসন, এদারসন, কাসিও ডিফেন্ডার : ফ্যাগনার, দানিলো, মার্সেলো, ফিলিপে লুইস, মারকুইনস, মিরান্দা, থিয়াগো সিলভা, জেরোমেল। মিডফিল্ডার : কাসেমিরো, ফার্নান্দিনহো, ফ্রেড, পাউলিনহো, ফিলিপে কৌতিনহো, রেনাতো আগুস্তো, উইলিয়ান। ফরোয়ার্ড : ডগলাস কস্তা, ফিরমিনো, গ্যাব্রিয়েল হেসুস, নেইমার, টাইসন। সূত্র: জাগোনিউজ২৪ আর/১২:১৪/১৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Kqttid
May 15, 2018 at 06:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top