মুম্বাই, ১০ মে- আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসব মানেই যেন তারকাদের জমকালো সাজ। এবারের ৭১তম কাল চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর পোশাক পরিকল্পনায় আকাশ-তারা শাড়ি একেবারে অন্যরকম সাজে ধরা দিলেন তিনি। সব্যসাচীর এক্সক্লুসিভ ডিজাইনের সম্পূর্ণ হাতে কাজ করা ভারী সিক্যুইনের কালো শাড়িতে বুধবার রেড কার্পেটে হাঁটেন কঙ্গনা। নিজের ইনস্টাগ্রামে সব্যসাচী কঙ্গনার ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায় ঐতিহ্যবাহী জুয়েলারি কালেকশনের নেকলেস পরেছেন শাড়ির সঙ্গে। সাথে রয়েছে রোজ-কাট ডায়মন্ড, কলম্বিয়ান পান্না ও বাসরা মুক্তোখচিত নেকলেস। সব মিলিয়ে যেন শাড়ির গ্ল্যামার বাড়িয়ে দিয়েছিল আরও কয়েক গুণ। শাড়ির সঙ্গে সব্যসাচীর বটুয়া বলে দিচ্ছিল কতখানি খুঁটিনাটির দিকে নজর দিয়েছেন ফ্যাশন সচেতন কঙ্গনা। বিশ্ব চলচ্চিত্রের বড় আসর কান চলচ্চিত্র উৎসব এর ৭১তম আয়োজন শুরু হয়েছে গত ৮ মে। ফ্রান্সের কান শহরে শুরু হওয়া এই উৎসবে মোট ৮৫টি চলচ্চিত্র দেখানো হবে। উৎসবে মূল আকর্ষণ প্রতিযোগিতা বিভাগ-এ চলতি বছর থাকবে ২১টি চলচ্চিত্র। এই বিভাগ থেকেই একজন গ্রহণ করবেন উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম ডিওর। আগামী ১৯ মে আমেরিকান-ব্রিটিশ পরিচালক টেরি গিলিয়ামের ডন কুইক্সোট ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে। শেষদিনই ঘোষণা দেয়া হবে বিজয়ীদের নাম। সূত্র: আরটিভি অনলাইন আর/০৭:১৪/১০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ry5LJM
May 11, 2018 at 12:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top