ঢাকা, ১১ মে- প্রেম-ভালোবাসা,সংঘাত, জংগি ইস্যুও উঠে এসেছে জান্নাত ছবির টিজারে। বৃহস্পতিবার অনলাইনে প্রকাশ হয়েছে ছবিটির টিজার। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাত ছবিটিতে জুটি হয়েছেন পোড়ামন খ্যাত সাইমন সাদিক ও মাহিয়া মাহি। টিজারটি দেখেতে দেখতেই ভেসে আসে কয়েটি গানের লাইন, খুব বলতে ইচ্ছে হয়, আদরে গলতে ইচ্ছে হয়,পাশে চলতে ইচ্ছে হয়, দু-চোখে জ্বলতে ইচ্ছে হয়,তুমি আছো বলে নিতে পারি দম, এতো ভালোবাসা পেয়েছি তো কম,জান্নাত, জান্নাত, জান্নাত। জান্নাত ছবিতে মাজারের খাদেমের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মাহি। তাকে ধার্মিক চরিত্রে দেখা যাবে। আর সেখানে খাদেমের মুরিদের চরিত্র রূপদান করেছেন সাইমন। ছবির অন্যান্য চরিত্রে আছেন গুণী অভিনেতা আলীরাজ, মিশা সওদাগর ও শিমুল খান। কাহিনি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। চিত্রনাট্য করেছেন আসাদ জামান। জান্নাত-এর মাধ্যমে ৫ বছর পর আবারও জুটি হয়ে বড় পর্দায় আসছেন সাইমন-মাহি। এদিকে মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি আনন্দ অশ্রুতেও জুটি বেঁধে অভিনয় শুরু করেছেন সাইমন-মাহি। ছবিটি নিয়ে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ছবির গল্পটি হলো এই ছবির শক্তি। সাইমন-মাহি এখানে অভিনয় করে গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছেন। তাদের সঙ্গে আছেন আরও একঝাঁক গুণী অভিনেতা। দর্শক ছবিটি গ্রহণ করলে আমাদের এই শ্রম সার্থক হবে। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/১১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IwXQGt
May 12, 2018 at 04:15AM
11 May 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top