ঢাকা, ১৬ মে- প্রখ্যাত সঙ্গীতকার আহমেদ ইমতিয়াজ বুলবুল শারীরিক অসুস্থতা নিয়ে চারদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তার হার্টে ৮টা ব্লক ধরা পড়েছে। এখন বাইপাস সার্জারি ছাড়া কোনো উপায় নেই বলে এক ফেসবুকে স্ট্যাটাসে জানান তিনি। এই সঙ্গীতকার বলেন, একটি ঘরে ৬ বছর গৃহবন্দী থাকতে থাকতে আমি আজ ভীষণ অসুস্থ। আমার হার্টে ৮ টা ব্লক ধরা পড়েছে। বাইপাস সার্জারি ছাড়া চিকিৎসা সম্ভব না। এরই মাঝে কাউকে না জানিয়ে আমি ইব্রাহিম কার্ডিয়াকের সিসিউতে চারদিন ভর্তি ছিলাম। আগামী ১০ দিনের মধ্যে আমার হার্টের বাইপাস সার্জারি করাতে প্রস্তুত রয়েছি। এই বিষয়ে কারও সাহায্য প্রত্যাশা করেন না এই শিল্পী। তিনি বলেন, কোনো সরকারি সাহায্য বা শিল্পী, বন্ধু-বান্ধবের সাহায্য আমার দরকার নাই। আমি একাই যথেষ্ট, শুধু অপারেশনের পূর্বে ১০ সেকেন্ডের জন্য বুকের মাঝে বাংলাদেশের পতাকা ও কুরআন শরিফ রাখতে চাই। আর, তোমরা আমার জন্যে শুধু দোয়া করবে। কোনো ভয় নাই। আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, সরকারের নির্দেশে ২০১২ সালে আমাকে যুদ্ধাপরাধীর ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাক্ষী হিসাবে দাঁড়াতে হয়েছিল। সাহসিকতার সাথে সাক্ষ্যপ্রমাণ দিতে হয়েছিল ১৯৭১ সালে ঘটে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলখানার গণহত্যার সম্পূর্ণ ইতিহাস। ওই গণহত্যা থেকে বেঁচে যাওয়া ৫ জনের মধ্যে আমিও একজন। হত্যা করা হয়েছিল একসাথে ৪৯ জন মুক্তিযোদ্ধাকে। তিনি আরও বলেন, এই সাক্ষীর কারণে আমার নিরপরাধ ছোটো ভাই মিরাজ হত্যা হয়ে যাবে, এ আমি কখনোই বিশ্বাস করতে পারিনি। সরকারের কাছে বিচার চেয়েছি, বিচার পাইনি। আমি এখন ২৪ ঘন্টা পুলিশ পাহারায় গৃহবন্দী থাকি, একমাত্র সন্তানকে নিয়ে। এ এক অভূতপূর্ব করুণ অধ্যায়। ফেসবুকে লেখা স্ট্যাটাসে বুলবুল জানান, ৬ বছর গৃহবন্দী থাকতে থাকতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তার এই স্ট্যাটাসে শিল্পী, সাহিত্যিক, চলচ্চিত্র শিল্পীসহ অনেকেই কমেন্ট করছেন। সূত্র: আরটিভি এমএ/ ১১:৪৪/ ১৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KsNKnc
May 16, 2018 at 05:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top