গুরগাঁওয়ে বন্ধ করা হল খোলা জায়গায় নমাজ

নয়াদিল্লি, ৪ মেঃ শুক্রবার গুরগাঁও-এ খোলা জায়গায় নমাজ পড়া বন্ধ করে দিল হিন্দুত্ববাদী সংগঠন। সংযুক্ত হিন্দু সংঘর্ষ সমিতির দাবি, মুসলিমদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবেই নমাজ বন্ধ করা হয়েছে। তবে বেশ কয়েকটি জায়গায় গোলমালের খবর মিলছে।

অতুল কাটারিয়া চক, শিকান্দরপুর, সাইবার পার্ক সেক্টর ৪০, ওয়াজিরাবাদ এবং মেহরাউলি, গুরগাঁও রোডের ওপর বেশ কয়েকটি জায়গায় বন্ধ করে দেওয়া হয় নমাজ। সংযুক্ত হিন্দু সংঘর্ষ সমিতির তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে লিখিত অনুমতিপত্র আনলে তবেই নমাজ পড়তে দেওয়া হবে।
বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, হিন্দু জাগরণ মঞ্চ এবং অখিল ভারতীয় হিন্দু ক্রান্তি দল-সহ ১২টি হিন্দুত্ববাদী সংগঠন নিয়ে গঠিত সংযুক্ত হিন্দু সংঘর্ষ সমিতি। গুরগাঁওয়ের বেশ কয়েকটি খোলা জায়গায় শুক্রবারের নমাজ পড়া নিয়ে আপত্তি তোলা হয়। হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি, মুসলিমরা সরকারি জমি দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JUNgGp

May 04, 2018 at 06:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top