পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না মুম্বাই ইন্ডিয়ান্স। একের পর এক হেরেই চলেছে মোস্তাফিজের মুম্বাই। মঙ্গলবারের ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে জিততে পারলো না তারা। ১৪ রানে হার মানলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। জবাবে পুরো ওভার খেললেও ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানের বেশি করতে পারেনি মুম্বাই। ব্যাঙ্গালুরুর মনন ভোহরা সর্বোচ্চ ৩১ বলে করেন ৪৫ রান। ব্রেন্ডন ম্যাককালাম ২৫ বলে করেন ৩৭ এবং অধিনায়ক বিরাট কোহলি ২৬ বলে করেন ৩২ রান। মুম্বাইর হয়ে হার্দিক পান্ডিয়া ৩ ওভারে ২৮ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন। একটি করে উইকেট পান মিচেল ম্যাকক্লেনাঘান, জসপ্রিত বুমরাহ ও মায়নাক মারকান্দে। আরও পড়ুন: ২০১৯ বিশ্বকাপ জিতবে ভারত! ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় মুম্বাই। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ৪২ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৫০ করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। ব্যাঙ্গালুরুর পক্ষে টিম সাউদি, উমেষ যাদব এবং মোহাম্মদ সিরাজ নেন ২টি করে উইকেট। তথ্যসূত্র: কালেরকণ্ঠ আরএস/০৯:০০/ ২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Fz4zKv
May 02, 2018 at 05:53PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন