নয়াদিল্লি, ২৬ মেঃ প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। cbseresults.nic.in ও cbse.nic.in-এই ওয়েব সাইটে ফল জানা যাবে। দেশের মধ্যে প্রথম হয়েছে গাজিয়াবাদের মেঘনা শ্রীবাস্তব। মেঘনা ৫০০-র মধ্যে পেয়েছে ৪৯৯। দ্বিতীয় গাজিয়াবাদেরই অনুষ্কা চন্দ্র। অনুষ্কার প্রাপ্ত নম্বর ৪৯৮। সবচেয়ে বেশি পাশ করেছে ত্রিবান্দ্রাম থেকে। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই। তার পরে রয়েছে দিল্লির স্থান। ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফল এবার ভাল হয়েছে। ছেলেদের পাশের হার ৭৮.৯৯% এবং মেয়েদের পাশের হার ৮৮.৩১%। এবার পাসের হার বেড়ে হয়েছে ৮৩.০১ শতাংশ। সফল পরীক্ষার্থীদের ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Congratulations to all students who excelled and those who passed the CBSE exams. Best wishes for your future endeavours
— Mamata Banerjee (@MamataOfficial) May 26, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KWDnbM
May 26, 2018 at 04:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন