বেঙ্গালুরু, ১৯ মেঃ টানা দু’দিন সাসপেন্সের পর অবশেষে আজ কর্ণাটকে নিজের জায়গা পাকা করল কংগ্রেস-জেডিএস জোট। নিজের হার বুঝতে পেরে আর আস্থাভোটের অপেক্ষায় থাকেননি মুখ্যমন্ত্রী হিসেবে দু’দিন আগে শপথ নেওয়া ইয়েদুরাপ্পা। এরপরই সাংবাদিক বৈঠক করে বিজেপিকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।কর্ণাটকে ভোটের ফলাফলের পর এই প্রথম সাংবাদিকদের সামনে আসেন রাহুল। তিনি বলেন, শুরুতেই তিনি বলেন, ‘কর্নাটক বিধানসভা শেষ হওয়ার পরই বিজেপি বিধায়ক এবং স্পিকার অধিবেশন কক্ষ ছেড়ে দ্রুত বেরিয়ে গিয়েছেন। আপনারা কি এটা খেয়াল করেছেন? কিন্তু জাতীয় সঙ্গীতের আগে কীভাবে তাঁরা বেরিয়ে গেলেন? এটাই প্রমাণ করে বিজেপি এবং আরএসএস এমন এক একটি সংস্থা যাঁরা ক্ষমতা থাকলে যে কাউকে অসম্মান করতে পারে।’
এখানেই থেমে থাকেননি রাহুল। তিনি আরও বলেন, ‘আশা করি বিজেপি-আরএসএস এর থেকে শিক্ষা নেবে।’ এরপর তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘প্রধানমন্ত্রী দূর্নীতির বিরুদ্ধে লড়ছেন বলে একটা ধারণা তৈরির চেষ্টা হয়েছে। কিন্তু বাস্তবে তিনি দুর্নীতিকে প্রশ্রয় দেন।’ বিধায়ক কেনাবেচার চেষ্টার অভিযোগ করে রাহুল বলেন ‘প্রধানমন্ত্রী নিজেই দুর্নীতি’।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IvPVtR
May 19, 2018 at 06:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন