মরা মুরগি বিক্রির অভিযোগে দোকান বন্ধ

তুফানগঞ্জ, ২৯ মেঃ মরা মুরগি বিক্রির অভিযোগে দুটি মাংসের দোকান বন্ধ করে দেওয়া হল তুফানগঞ্জের চিলাখানা বাজারে। মঙ্গলবার বাজারে মাংস কিনতে যান এক ব্যক্তি। তাঁর অভিযোগ, মাংস বিক্রেতা মরা মুরগি কেটে দেওয়ার সময় বিষয়টি বুঝতে পেরে যান তিনি। এ নিয়ে মাংস বিক্রেতার সঙ্গে বচসা বেধে যায় তাঁর। বিষয়টি জানাজানি হতেই আশেপাশের লোকেরা ওই দোকানে তল্লাশি চালান। জানা গিয়েছে, সেখানে দুটি দোকান থেকে বেশ কিছু মরা মুরগি পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি চিলাখানা ব্যবসায়ী সমিতিকে জানানো হয়। এরপরই ওই দুটি দোকান বন্ধ করে দেওয়া হয়।

চিলাখানা ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইন্দাদুল হক বলেন, ‘চিলাখানা বাজারের মত এলাকায় এমন ঘটনা ঘটায় আমরা আতঙ্কিত। মরা মুরগি বিক্রি করে মাংস ব্যবসায়ীরা অবৈধ কাজ করেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

চিলাখানা ব্যবসায়ী সমিতির সম্পাদক সৈকত গঙ্গোপাধ্যায় জানান, বাজারে মরা মুরগি বিক্রির অভিযোগ ওঠে। বিষয়টি খতিয়ে দেখে দুটি দোকান বন্ধ করে দেওয়া হয়।

সংবাদদাতাঃ রাজীব বসাক



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LFFa6i

May 29, 2018 at 09:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top