সৌদি আরবের পেশাদারী ফুটবল ক্লাবগুলোকে ৩৪০ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। এই অনুদান খেলোয়াড়দের বকেয়া বেতন পরিশোধ এবং ক্লাবগুলোর অবকাঠামোগত উন্নয়নে খরচ করা হবে। জেনারেল স্পোর্টস অথরিটি (জেএসএ) ও সৌদি আরাবিয়া ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) পক্ষ থেকে এই অনুদানের খবর জানানো হয়। এক বিবৃতিতে জেএসএ জানায়, সৌদি আরবের কয়েকটি পেশাদারী ফুটবল ক্লাব অর্থনৈতিক সংকটে আছে। তাদেরকে খুব শিগগিরিই আর্থিক সহায়তা করা প্রয়োজন। এই সহযোগিতা না পেলে ক্লাবগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে। এদিকে সবুজ বাজপাখি নামে পরিচিত সৌদি ফুটবল দল রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে। সৌদি আরব ফুটবল দলের আর্জেন্টাইন কোচ হুয়ান আন্তেনিও পিজ্জির নেতৃত্বে সুইজারল্যান্ডের উদ্দেশে উড়াল দেওয়ার আগে খেলোয়াড়রা যুবরাজ সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। কোচ হুয়ান আন্তেনিও বলেন, খেলোয়াড়রা উজ্জিবীত। ১৪ জুন রাশিয়া সৌদি আরব উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে রাশিয়া বিশ্বকাপ আসর। উদ্বোধনী ম্যাচটা সৌদি আরবের জন্য চ্যালেঞ্জ হলেও, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছেলেরা। সুইজারল্যান্ডের জুরিখে ২৮ জনের দল নিয়ে তিন সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ শিবির করছেন কোচ হুয়ান আন্তেনিও। এই সময় শেষে ২৮ জনের দল থেকে চূড়ান্ত ২৩ জনকে বেছে নেওয়া হবে । এসএএফএফের সভাপতি আদেল ইজ্জাত যুবরাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যুবরাজ সালমান ও খেলোয়াড়দের মধ্যকার ঐতিহাসিক সাক্ষাতের পর খেলোয়াড়রা দারুণ খুশি। সৌদি ফুটবলের প্রতি তাঁর দৃঢ় সমর্থন জন্য আমরা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞ। আরও পড়ুন: রোজা রেখেই ফাইনালে মাঠে নামবেন সালাহ এদিকে সম্প্রতি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হত্যা করা হয়েছে বলে গুজব ছড়িয়েছিল। গত ২১ এপ্রিলের পর থেকে তিনি জনসম্মুখে না আসায় এ গুজব আরো জোরদার হয়। সব গুজব উড়িয়ে দিয়ে অবশেষে প্রকাশ্যে আসেন যুবরাজ সালমান। সৌদির সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, গত মঙ্গলবার জেদ্দার আল-সালাম প্যালেসে অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ বিন সালমান। বৈঠকের ছবিও প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। তথ্যসূত্র: এনটিভি আরএস/০৯:০০/ ২৫ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2sbYT4y
May 25, 2018 at 09:44PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন