ফালাকাটায় পানীয় জল সরবরাহ বন্ধের অভিযোগে বিক্ষোভ

ফালাকাটা, ৯ মেঃ টানা ১৫ দিন ধরে পিএইচই-র পানীয় জল সরবরাহ পরিসেবা বন্ধ থাকায় ফালাকাটা জুড়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার প্রায় ৩০ হাজার বাসিন্দা। পরিশ্রুত পানীয় জল না পেয়ে টিউবয়েলের জল খেতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। অনেকে আবার বোতল ও জারবন্দী জল কিনে খাচ্ছেন। এর প্রতিবাদে বুধবার ক্ষুব্ধ বাদিন্দারা পিএইচই-র ফালাকাটা সাব ডিভিশন অফিসের সামনে খালি জলের পাত্র নিয়ে বিক্ষোভ দেখান। ফালাকাটা ব্যাবসায়ী সমিতির সম্পাদক নান্টু তালুকদার বলেন, ‘অবিলম্বে পানীয় জল পরিসেবা চালু না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।’এই বিষয়ে পিএইচই ফালাকাটার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রদীপ সরকার জানিয়েছেন, ফালাকাটায় রাস্তা সম্প্রসারনের জন্য পানীয় জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন জায়গায় পুরোনো পাইপ লাইন ভেঙ্গে নতুন পাইপ লাইন বসানোর কাজ চলছে। তারা দ্রুত পানীয় জল পরিসেবা চালু করার চেষ্টা চালাচ্ছেন।

সংবাদদাতাঃ সুকমল ঘোষ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2I6La5P

May 09, 2018 at 03:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top