ভাঙরে নির্দল প্রার্থীদের মিছিলে গুলি, মৃত এক

ভাঙড়, ১১ মেঃ ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক আন্দোলনকারীর। বুকে গুলি লেগে নির্দল প্রার্থীর সমর্থকের মৃত্যু। মৃতের নাম হাফিজুল মোল্লা। হাফিজুল ভাঙড়ের জমি-জীবিকা রক্ষা কমিটির সমর্থক ছিলেন।

আজ পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারীদের মিছিল ছিল। বিকেল চারটেয় মিছিল শুরু হয় মাটিভাঙা গ্রাম থেকে। মিছিল নতুনহাট মোড়ে আসলে একদল দুষ্কৃতী মিছিলে হামলা চালায়। অভিযোগ, আরাবুল ইসলামের লোকেরাই এই হামলা চালায়। মুড়ি, মুড়কির মত এলাকায় বোমা পড়ে, গুলিও চলে। সেইসময় গুলিবিদ্ধ হন হাফিজুল মোল্লা। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙর। গুলিবিদ্ধ হাফিজুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর। অভিযোগ, খবর দেওয়া হলেও এলাকায় আসতে অনেক দেরি করে ফেলে পুলিশ।

ভাঙড়ের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারীরা। অভিযোগ, সেই কারণেই তাঁদের উপর হামলা শুরু করেছে আরাবুল বাহিনী। তবে আরাবুল ইসলামের কোনো প্রতিক্রিয়া মেলেনি। নবান্ন সূত্রে খবর, আরাবুলকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। রওনা দিয়েছে বারুইপুর পুলিশের এসওজি। আরাবুল যাতে পালাতে না পারেন, সেজন্য ভাঙড়কে ঘিরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Iyormt

May 11, 2018 at 07:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top