তুতিকোরিনে মৃতের সংখ্যা বেড়ে ১৩

চেন্নাই, ২৫ মেঃ তুতিকোরিনে স্টারলাইট কপার ইউনিট বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩। এটি দুর্ভাগ্যজনক ঘটনা বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। এই ঘটনার জন্য অবশ্য বিরোধিদেরই দায়ী করছেন তিনি।

প্রসঙ্গত, দূষণ ছড়ানোর জন্য স্টারলাইট কপার ইউনিট বন্ধ করার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। ২২ মে সেই বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নেয়। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস কোনও কিছুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। মৃত্যু হয় ন’জনের। এরপর মৃতের সংখ্যা ক্রমশই বাড়তে থাকে। অশান্তি ছড়ানো এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে কমপক্ষে ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকার ইন্টারনেট পরিসেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ksq6w5

May 25, 2018 at 01:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top