আত্মপ্রকাশের পথে অগ্নি ৫

নয়াদিল্লি, ১২ মেঃ পোখরান ২-এর পাঁচটি পরমাণু পরীক্ষা হওয়ার ২০ বছর পর ফের এক যুগান্তকারী পদক্ষেপ ভারতের। স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ডে যোগ হতে চলেছে দেশের প্রথম আন্তর্মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫। জানা গিয়েছে, অগ্নি ৫ ইউনিটের হাতে তুলে দেওয়া হয়েছে ৫০০০ কিমি রেঞ্জের এই ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত প্রয়োজনীয় বিভিন্ন সিস্টেম ও সাবসিস্টেম। এই ক্ষেপাস্ত্রের স্ট্রাইক রেঞ্জের মধ্যে পড়বে চিন, ইউরোপ এবং আফ্রিকার কিছু অংশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wyrp5D

May 12, 2018 at 02:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top